Wednesday, November 5, 2025

৭ বছর আগেই সতর্ক করেছিল মার্কিন সংস্থা, কেন পদক্ষেপ নিল না এয়ার ইন্ডিয়া?

Date:

Share post:

১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার(Air India) বিমান দুর্ঘটনায় নিহত হন ২৬০ জন। সেই ঘটনার তদন্তে একে একে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ২০১৮ সালে অর্থাৎ প্রায় সাত বছর আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) বোয়িং ৭৩৭ সিরিজের কিছু বিমানে ফুয়েল কন্ট্রোল সুইচ নিয়ে গুরুতর সম্ভাব্য সমস্যা নিয়ে সতর্ক করেছিল। উল্লেখ্য, ওই সুইচ ইঞ্জিনে জ্বালানি প্রবাহ নিয়ন্ত্রণ করে। মার্কিন সংস্থার ওই সতর্কবার্তার পরেও এয়ার ইন্ডিয়া কোনো ব্যবস্থা নেয়নি। ১২ জুন সেই সুইচ নিয়েই তৈরি হয়েছিল সমস্যা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমনই তথ্য।

প্রসঙ্গত, ১২ জুন, আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি (রেজিস্ট্রেশন নম্বর VT-ANB)। একটি মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়েছিল ওই বিমান। মৃত্যু হয় বিমানে থাকা ২৪২ জনের যাত্রীর মধ্যে ২৪১ জন যাত্রীর। মারা যান মাটিতে থাকা আরও ১৯ জন। শুধুমাত্র বেঁচে যান ইমার্জেন্সী জানলার পাশে বসা একজন যাত্রী।

এই ঘটনার পেছনে কী কারণ ছিল তার তদন্তে নেমে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (Aircraft Accident Investigation Bureau বা AAIB) তাদের প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, বিমানটির ‘ফুয়েল কন্ট্রোল সুইচ’ বিমান ওড়ার ঠিক তিন সেকেন্ড পর একে একে ‘রান’ (RUN)থেকে ‘কাট অফ’ (CUTOFF) অবস্থানে চলে যায়। এর ফলে ইঞ্জিনে জ্বালানি প্রবাহ বন্ধ হয়ে যায় এবং যার ফলে বিমানটি হঠাৎ শক্তি হারিয়ে মাটিতে ভেঙে পড়ে।

ককপিট ভয়েস রেকর্ডারে পাইলটদের কথোপকথনে শোনা গেছে, একজন পাইলট অপর পাইলটকে জিজ্ঞেস করছেন, ‘তুমি ফুয়েল কেটে দিলে কেন?’ উত্তরে অপর পাইলট বলছেন, ‘আমি কিছু করিনি।’ এই তদন্তে থাকা বিশেষজ্ঞদের অনেকেরই মতে দোষ পাইলটদের নয়। আরও পড়ুন: দুর্ঘটনার দায় পাইলটদের উপর চাপানো! প্রশ্ন তুলে চিঠি সংগঠনের

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...