বাংলা বললেই তারা বিদেশী, অর্থাৎ বাংলাদেশী। মাত্র মুখে বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাতারাতি কাজে নেমে পড়েছে অসমের (Assam) বিজেপি সরকার। শুধুমাত্র বাংলা বলার ‘অপরাধে’ অসমে এনআরসি (NRC) তালিকা থেকে বাদ পড়লেন কোচবিহারের (Coochbihar) এক মহিলা। বিজেপি বাংলাদেশ থেকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের অনুপ্রবেশ নিয়ে বাংলাকে কালিমালিপ্ত করার যে প্রক্রিয়া শুরু করেছিল, অসমের ঘটনায় সেই মিথ্য়াচার ফের একবার প্রকাশ্যে চলে এলো। এবার অসমের শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হল এক হিন্দু সম্প্রদায়ের মহিলাকে। অপরাধ? শুধুমাত্র বাঙালি হওয়া।

কোচবিহারের বক্সিরহাট থানার ৫২ বছর বয়সী অরতি ঘোষ বিবাহসূত্রে অসমে থাকতেন। কোচবিহারে (Coochbihar) তাঁর তিন পুরুষের বাস। আচমকাই বিজেপির বাঙালি বিদ্বেষ নীতির শিকার হয়ে বাতিল হয়েছে আরতির এনআরসি (NRC) আবেদনপত্র। তাকে দাগিয়ে দেওয়া হয়েছে বিদেশী বা বহিরাগত বলে। বাংলার শাসকদল তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, যদি বাংলাদেশী অনুপ্রবেশকারী চিহ্নিত করার চেষ্টা চালায় অসম সরকার, তবে বাংলার হিন্দু বাসিন্দাদের এনআরসি আবেদন পত্র বাতিল করে দেওয়া হল কোন যুক্তিতে।

একটি মাত্র ঘটনা নয়। একের পর এক, মুসলিম থেকে হিন্দু, তপশিলী জাতি থেকে সাধারণ – সব ধরনের বাঙালির প্রতিই একই মানসিকতা ও নিষ্ঠুরতা দেখাচ্ছে বিজেপির সরকার। সেই উদাহরণ একের পর এক তুলে ধরে তৃণমূল রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam) গুরুত্বপূর্ণ ছয়টি প্রশ্ন তুলে ধরেন। প্রথমত, বাংলা থেকে কোনও মহিলার অসমে বিয়ে হওয়া কী অপরাধ? যেখানে অসম ভারতেরই একটি অবিচ্ছেদ্য রাজ্য।

দ্বিতীয়ত, আরতির একমাত্র অপরাধ কী ছিল সে বাংলার বাসিন্দা ও বাঙালি? তৃতীয়ত, রবীন্দ্রনাথ, নেতাজীর ভূমি – যাঁদের বিজেপির অনেক নেতারাই স্বীকৃতি দিতে চান না- থেকে কোনও বাসিন্দাকেই কী বিজেপির রাজ্যগুলি ভারতের নাগরিক (Indian citizen) হিসাবে স্বীকৃতি দেয় না?

আরও পড়ুন: সঞ্জয়কে জেল, কাসভকে ফাঁসির পুরস্কার! রাজ্যসভায় আইনজীবী নিকম, মনোনিত আরও ৩

সেই সঙ্গে তৃণমূল সাংসদের প্রশ্ন, হিন্দু বাঙালি মহিলা আরতির কী অপরাধ ছিল, শুধুমাত্র বিজেপির আদিম প্রবৃত্তির শিকার হওয়ার কারণেই কী তাঁকে এমন অসম্মানের শিকার হতে হল? সেই সঙ্গে সাংসদ সামিরুলের ব্যাখ্যা, নরেন্দ্র মোদি বা অমিত শাহ ব্যাখ্যা করতে পারবেন না কেন এই বাঙালি বিদ্বেষ। কেন তাঁরা গোটা দেশে এভাবে বাঙালিদের উপর অত্যাচারকে সমর্থন করছেন তারও ব্যাখ্যা দিতে পারবেন না। কিন্তু সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) বাঙলাভাষীদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে হুমকি দিয়েছেন, তার থেকেই বিজেপির উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়।

Now I want to bring to light the plight of a Bengal resident — a Hindu woman from the Cooch Behar district. There are many such stories of people who have been harassed in the name of citizenship, despite being permanent inhabitants of Bengal for generations. No one ever… pic.twitter.com/5NdaQqXWjS
— Samirul Islam (@SamirulAITC) July 13, 2025
–

–

–

–
–
–
–