Wednesday, November 5, 2025

ইস্টবেঙ্গলের ডার্বি খরা কাটানোর বার্তা দিয়েই সই বিপিনের

Date:

চুক্তিটা আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। রবিবারই একেবারে জোড়া ঘোষণা ইস্টবেঙ্গলের (Eastbengal)। দুই মরসুমের জন্য ইস্টবেঙ্গলে এলেন বিপিন সিং (Bipin Singh)। আইএসএল (ISL) লিগ শিল্ড থেকে ট্রফি দুটোই জিতেছেন এই তারকা ফুটবলার। তাঁকেই এবার দেখা যাবে লাল-হলুদ জার্সিতে। ইস্টবেঙ্গলে এসেই বড় বার্তা ভারতীয় দলের এই তারকা ফুটবলারের। ইস্টবেঙ্গলের (Eastbengal) ডার্বি খরা কাটানোর পাশাপাশি, ট্রফি হাতে নিতে চান তিনি।

গত মরসুমে খারাপ পারফরম্যান্সের পর থেকেই ইস্টবেঙ্গলকে (Eastbengal) নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছিল। এবার থংবোই সিংটোকে নিয়েই দল গোছাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। সেখানেই একের পর এক তারকাকে তুলে নিচ্ছিল লাল-হলুদ ব্রিগেড। সেখানেই বড় চমক বিপিন সিং (Bipin Singh)। মুম্বই সিটি এফসির হয়ে দুরন্ত পারফরম্যান্সের পর এবার লাল-হলুদ জার্সিতে খেলবেন এই তারকা ফুটবলার। সেই তারকা ফুটবলারের সঙ্গেই আগামী দুই বছরের জন্য চুক্তিটা সেরে ফেলল ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সিতে এসে আপ্লুত এই তারকা ফুটবলারও।

লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছ্বসিত বিপিন সিং। তিনি জানিয়ছেন, “ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। নিজের গোল করা এবং গোল করানোর সমস্ত দক্ষতা দিয়ে এই ক্লাবকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব আমি। ইস্টবেঙ্গলের জার্সিতে ডার্বি জিততে যেমন চাই, তেমনই চাই আমি ক্লাবের হয়ে ট্রফিও জিততে। ক্লাবের অসংখ্য সমর্থকদের সাফল্য উপহার দিতে চাই”।

শুধুমাত্র বিপিন সিংই (Bipin Singh) নয়,ভারতীয় দলের আরও এক স্ট্রাইকারকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। ইন্টার কাশি থেকে এডমন্ড লালরিনডিকাকে দলে তুলে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। ২০২৮ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়েছে লাল-হলুদ ব্রিগেড। ভারতীয় দলের হয়ে যেমব ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। তেমনই ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন ইন্টার কাশির হয়েও।

গত মরসুমে ইস্টবেঙ্গলের আক্রমণ নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল। সেই দিকেই এবার বাড়তি নজর রয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। এমন পরিস্থিতিতে বিপিন এবং লালরিনডিকা যে ইস্টবেঙ্গলের শক্তি অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version