Friday, January 30, 2026

সিএফএল ডার্বির পাঁচ দিন আগেও ভেন্যু নিয়ে অন্ধকারে দুই প্রধান

Date:

Share post:

আগামী ১৯ জুলাই সিএফএল (CFL) প্রিমিয়ারে কলকাতা ডার্বি (Kolkata Derby)। কার্যত মরসুমের এটাই প্রথম ডার্বি। আর সেই ম্যাচ নিয়ে সমর্থকরা তো বটেই, ধোঁয়াশায় খোদ দুই প্রধান মোহনবাগান (Mohunbagan), ইস্টবেঙ্গলও (Eastbengal)। ম্যাচের দিন তো ঠিক হয়েছে। কিন্তু তারা খেলবেটা কোথায়। আইএফএ-র (IFA) তরফে এখনও পর্যন্ত তাদের খেলার ভেন্যুটা পর্যন্ত জানানো হয়নি। এদিকে ম্যাচ শুরু হতে বাকি রয়েছে মাত্র পাঁচ দিন। কিন্তু দুই প্রধান এখনও পর্যন্ত জানে না কোথায় তারা খেলবে। আইএফএ-র চূড়ান্ত অপেশাদারিত্বর আবারও যেন একটা নিদর্শন সকলের সামনে।

এবারের সিএফএল (CFL) শুরু হওয়ার পর থেকেই আইএফএ-র একের পর অক ব্যর্থতা সকলের সামনে এসেছে। কখনও সেটা স্টেডিয়ামের প্রেস বক্সে চূড়ান্ত বিশৃঙ্খলা তো কখনও ম্যাচ করতে না পারা। যেমন রবিবার বৃষ্টির জন্য কল্যানী স্টেডিয়ামে এসোস রেনবো এসি বনাম মহমেডান এসির ম্যাচই স্থগিত করে দিতে হয়েছে। কার্যত সিএফএল প্রিমিয়ার নিয়ে সমালোচনা এখন তুঙ্গে।

এরইমাঝে নতুন জল্পনা সিএফএল প্রিমিয়ারের ডার্বি হওয়া ঘিরে। কোথায় হবে ডার্বি ম্যাচ! হাতে রয়েছে পাঁচ দিন। কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি যে কোন ভেন্যুতে হবে সেই ম্যাচ। সেইসঙ্গে টিকিট নিয়েও এখনও পর্যন্ত কোনওরকম নিশ্চিত ধারনা নেই দুই ক্লাবের কাছেই। গত দুই মরসুম আগেই আইএসএলে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। ১ কোটি ৬৪ লক্ষ টাকার টিকিট বিক্রি করেছিল তারা।

কিন্তু এবার সিএফএল প্রিমিয়ার লিগে ডার্বি হবে এই টুকুই সকলে জানে। কিন্তু যারা মাঠে নামবে সেই দুই দল মোহনবাগান (Mohunbagan) এবং ইস্টবেঙ্গল (Eastbengal) এখনও পর্যন্ত জানেই না তারা কোথায় খেলবে। এমনতি টিকিট কখন পাওয়া যাবে। কবে থেকে টিকিট বিক্রি করা যাবে সেই নিয়েও কোনওরকম খবর তাদের কাছে নেই। আইএফএ-র ব্যর্থতা নিয়ে প্রশ্ন কিন্তু বারবারই উঠছে।

spot_img

Related articles

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...