Friday, August 22, 2025

সিএফএল ডার্বির পাঁচ দিন আগেও ভেন্যু নিয়ে অন্ধকারে দুই প্রধান

Date:

আগামী ১৯ জুলাই সিএফএল (CFL) প্রিমিয়ারে কলকাতা ডার্বি (Kolkata Derby)। কার্যত মরসুমের এটাই প্রথম ডার্বি। আর সেই ম্যাচ নিয়ে সমর্থকরা তো বটেই, ধোঁয়াশায় খোদ দুই প্রধান মোহনবাগান (Mohunbagan), ইস্টবেঙ্গলও (Eastbengal)। ম্যাচের দিন তো ঠিক হয়েছে। কিন্তু তারা খেলবেটা কোথায়। আইএফএ-র (IFA) তরফে এখনও পর্যন্ত তাদের খেলার ভেন্যুটা পর্যন্ত জানানো হয়নি। এদিকে ম্যাচ শুরু হতে বাকি রয়েছে মাত্র পাঁচ দিন। কিন্তু দুই প্রধান এখনও পর্যন্ত জানে না কোথায় তারা খেলবে। আইএফএ-র চূড়ান্ত অপেশাদারিত্বর আবারও যেন একটা নিদর্শন সকলের সামনে।

এবারের সিএফএল (CFL) শুরু হওয়ার পর থেকেই আইএফএ-র একের পর অক ব্যর্থতা সকলের সামনে এসেছে। কখনও সেটা স্টেডিয়ামের প্রেস বক্সে চূড়ান্ত বিশৃঙ্খলা তো কখনও ম্যাচ করতে না পারা। যেমন রবিবার বৃষ্টির জন্য কল্যানী স্টেডিয়ামে এসোস রেনবো এসি বনাম মহমেডান এসির ম্যাচই স্থগিত করে দিতে হয়েছে। কার্যত সিএফএল প্রিমিয়ার নিয়ে সমালোচনা এখন তুঙ্গে।

এরইমাঝে নতুন জল্পনা সিএফএল প্রিমিয়ারের ডার্বি হওয়া ঘিরে। কোথায় হবে ডার্বি ম্যাচ! হাতে রয়েছে পাঁচ দিন। কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি যে কোন ভেন্যুতে হবে সেই ম্যাচ। সেইসঙ্গে টিকিট নিয়েও এখনও পর্যন্ত কোনওরকম নিশ্চিত ধারনা নেই দুই ক্লাবের কাছেই। গত দুই মরসুম আগেই আইএসএলে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। ১ কোটি ৬৪ লক্ষ টাকার টিকিট বিক্রি করেছিল তারা।

কিন্তু এবার সিএফএল প্রিমিয়ার লিগে ডার্বি হবে এই টুকুই সকলে জানে। কিন্তু যারা মাঠে নামবে সেই দুই দল মোহনবাগান (Mohunbagan) এবং ইস্টবেঙ্গল (Eastbengal) এখনও পর্যন্ত জানেই না তারা কোথায় খেলবে। এমনতি টিকিট কখন পাওয়া যাবে। কবে থেকে টিকিট বিক্রি করা যাবে সেই নিয়েও কোনওরকম খবর তাদের কাছে নেই। আইএফএ-র ব্যর্থতা নিয়ে প্রশ্ন কিন্তু বারবারই উঠছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version