ভারত বনাম ইংল্যান্ড (INDvENG) সিরিজের তৃতীয় টেস্ট চলছে। সেখানেই নতুন বিশ্ব রেকর্ডের মালিক ভারত (Team India)। এতদিন যে রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং নিউ জিল্যান্ডের কাছে সেই রেকর্ডই এবার ভাঙল ভারতীয় দল। তাও আবার সিরিজের মাঝপথেই সেটা করে ফেলেছে ভারত। ওভার বাউন্ডারির রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া (Team India)। একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাঁকিয়েছে তারা।
শুধুমাত্র ব্যাটাররা নন, ভারতের (India) হয়ে টেস্টে ছয় মারার তালিকাতে নাম তুলেছেন বোলাররাও। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে এখনও পর্যন্ত ৩৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটাররা। কোনও একটি টেস্ট সিরিজে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। এতদিন যুগ্মভাবে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং নিউ জিল্যান্ডের ঝুলিতে।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে সিরিজ চলছে ১-১। সেখানে শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। প্রথম টেস্টে হারলেও সেখানে ভারতীয় ব্যাটাররা ছিল দুরন্ত ফর্মে। তেমনই দ্বিতীয় টেস্টে ভারতের ব্যাটাররা ছিলেন আরও বিধ্বংসী মেজাজে। সেই থেকেই নতুন রেকর্ডও গড়ে চলেছে তারা।
ভারতের সেই ছয় মারার তালিকায় ব্যাটারদের পাশাপাশি বোলাররাও কিন্তু রয়েছেন। ঋষভ পন্থ (Rishabh Pant) , রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja) পাশাপাশি ছয় হাঁকিয়েছেন নীতিশ রেড্ডি, আকাশদীপরাও (Akashdeep)। যেভাবে ভারতীয় দল এই সিরিজে খেলছে সেখানে ওভার বাউন্ডারির সংখ্যা ৫০ পেড়িয়ে গেলেও হয়ত অস্বাভাবিক কিছু হবে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।
–
–
–
–
–
–
–
–
–
–
–