Friday, November 28, 2025

ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ থেকেই ইস্টবেঙ্গলে বিদেশিরা

Date:

Share post:

প্রথম ম্যাচে না খেললেও, ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ থেকেই সব বিদেশিদের পেতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। ডুরান্ড কাপে (Durand Cup) এবার সর্ব শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। তবে সম্ভবত দ্বিতীয় ম্যাচ থেকেই বিদেশিদের দেখা যেতে চলেছে। আইএসএলের (ISL) আগে এই প্রতিযোগিতাই এখন তাদের পাখির চোখ। মরসুমের প্রথম প্রতিযোগিতা। সেখানে চ্যাম্পিয়ন হওয়াই এখন প্রধান লক্ষ্য ইস্টবেঙ্গলের (Eastbengal)। ডুরান্ড কাপ দিয়ে এবার ভারতীয় ফুটবলের মরসুম শুরু হচ্ছে। সেখানেই চূড়ান্ত সাফল্যের লক্ষ্যে লাল-হলুদ ব্রিগেড। এবারের ডুরান্ডে কোনওরকম খামতি রাখতে নারাজ লাল-হলুদ ব্রিগেড।

গত মরসুমে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। এরপর থেকেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। সেই থেকেই দল গড়ার কাজে নেমে পড়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। হেড অব ফুটবল হয়ে এসেছিলেন থংবোই সিংটো (Thangboi Singto)। দেশীয় থেকে বিদেশি ফুটবলারদের নিয়ে এবার বহু চমক দেখিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু জল্পনা ছিল অন্য।

ডুরান্ডে কি ইস্টবেঙ্গল (Eastbengal) তাদের পূর্ণশক্তি নিয়ে মাঠে নামবে। উত্তরটা হল হ্যাঁ। আগামী ১৯ কিংবা ২০ জুলাই ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিতে চলেছেন অস্কার ব্রুজোঁ। কয়েকদিনের মধ্যে বিদেশি ফুটবলাররাও ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেবেন। গত রবিবার থেকেই ডুরান্ডের (Durand Cup) প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েই এবারের মরসুম শুরু করতে চায় ইস্টবেঙ্গল (Eastbengal)।

সেই মতোই চলছে জোর কদমে প্রস্তুতি। ইতিমধ্যে বিনো জর্জের তত্ত্বাবধানে চলছে ইস্টবেঙ্গলের দেশীয় ব্রিগেডের প্রস্তুতি। এই প্রতিযেগিতাতেই যে দলের শক্তি থেকে দুর্বলতা দেখে নিতে চাইছেন অস্কার থেকে থংবোই তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

spot_img

Related articles

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...

মুম্বই নির্বাচনের আগে ১১ লক্ষ ডুপ্লিকেট ভোটার! বিজেপির বিরাট কারচুপির পর্দাফাঁস

বাণিজ্যনগরীর পুরনিগমের নির্বাচন। আর তার আগে খসড়া ভোটার তালিকা তৈরি হতেই ধরা পড়ে গেল নির্বাচন কমিশনের সঙ্গে হাত...

WPL নিলামে নজর কাড়লেন দীপ্তি শর্মা, বাংলা থেকে দল পেলেন কারা? জানুন সব তথ্য

বৃহস্পতিবার  দিল্লিতে হল মহিলাদের প্রিমিয়ার লিগের(WPL) নিলাম। একাধিক তারকা ক্রিকেটারের দিকে নজর ছিল। কারা দল পেলেন? কারা অবিক্রিত...