Saturday, November 15, 2025

সবুজ বাঁচাও, সবুজ দেখাও: বনমোহৎসব উপলক্ষ্যে নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

“সবুজ বাঁচাও, সবুজ দেখাও”
বনমোহৎসব উপলক্ষ্যে ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এবার বনসৃজন ও পরিবেশরক্ষার সচেতনায় গান লিখলেন তিনি। সোমবার, নিজের এক্স হ্যান্ডেলে নিজের লেখা ও সুর দেওয়া রূপঙ্কর বাগচী (Ruapnkar Bagchi) গাওয়া গান (Song) পোস্ট করেন মুখ্যমন্ত্রী।

এর আগে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উপলক্ষ্যে গান লিখে, সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজেও গেয়েছেন দুর্গাপুজোর গান। এবার বনমোহৎসব উপলক্ষ্যে গান লিখলেন ও সুর দিলেন তিনি। মমতার কথায় ও সুরে গানটি গেয়েছেন রূপঙ্কর। গানের কথা, “সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও।সবুজ ধ্বংস করো না, সৃষ্টিকে উপড়ে দিও না। ওরা তো বাঁচতে চায়, ওরাও তো হাসতে চায়। ওদের মুখে হাসি ফোটাও, নতুন যুগের আহ্বানে, নব প্রজন্মের প্রাণের টানে, নতুন চলেছে নতুনের সন্ধানে…”

গানের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে মমতা (Mamata Banerjee) লেখেন, ”সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও, সকলকে জানাই বনমহোৎসবের আন্তরিক শুভেচ্ছা।”

এর আগেও বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উপলক্ষ্যে গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেও গান লিখেন তিনি। সেই গান বাজানো হয় মন্দির উদ্বোধনের দিন ও রথযাত্রায়। এবার গাছ লাগানো ও পরিবেশ বাঁচানোর উপযোগিতা নিয়ে গান রচনা মুখ্যমন্ত্রী।
আরও খবরবাংলার গ্রামীণ শিল্পকে তুলে আনার বার্তা: BNCCI এজিএম-এ রাজ্যের আহ্বান

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version