Saturday, August 23, 2025

সবুজ বাঁচাও, সবুজ দেখাও: বনমোহৎসব উপলক্ষ্যে নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

“সবুজ বাঁচাও, সবুজ দেখাও”
বনমোহৎসব উপলক্ষ্যে ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এবার বনসৃজন ও পরিবেশরক্ষার সচেতনায় গান লিখলেন তিনি। সোমবার, নিজের এক্স হ্যান্ডেলে নিজের লেখা ও সুর দেওয়া রূপঙ্কর বাগচী (Ruapnkar Bagchi) গাওয়া গান (Song) পোস্ট করেন মুখ্যমন্ত্রী।

এর আগে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উপলক্ষ্যে গান লিখে, সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজেও গেয়েছেন দুর্গাপুজোর গান। এবার বনমোহৎসব উপলক্ষ্যে গান লিখলেন ও সুর দিলেন তিনি। মমতার কথায় ও সুরে গানটি গেয়েছেন রূপঙ্কর। গানের কথা, “সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও।সবুজ ধ্বংস করো না, সৃষ্টিকে উপড়ে দিও না। ওরা তো বাঁচতে চায়, ওরাও তো হাসতে চায়। ওদের মুখে হাসি ফোটাও, নতুন যুগের আহ্বানে, নব প্রজন্মের প্রাণের টানে, নতুন চলেছে নতুনের সন্ধানে…”

গানের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে মমতা (Mamata Banerjee) লেখেন, ”সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও, সকলকে জানাই বনমহোৎসবের আন্তরিক শুভেচ্ছা।”

এর আগেও বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উপলক্ষ্যে গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেও গান লিখেন তিনি। সেই গান বাজানো হয় মন্দির উদ্বোধনের দিন ও রথযাত্রায়। এবার গাছ লাগানো ও পরিবেশ বাঁচানোর উপযোগিতা নিয়ে গান রচনা মুখ্যমন্ত্রী।
আরও খবরবাংলার গ্রামীণ শিল্পকে তুলে আনার বার্তা: BNCCI এজিএম-এ রাজ্যের আহ্বান

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version