Friday, December 19, 2025

ছিঃ বিজেপি! শহিদ শ্রদ্ধায় মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন বাধা-ধস্তাধস্তি কাশ্মীরে!

Date:

Share post:

নির্লজ্জতার চূড়ান্ত! একজন মুখ্যমন্ত্রী শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে যেভাবে পুলিশি বাধা এবং ধস্তাধস্তির মুখে পড়লেন, ভারতের ইতিহাসে কার্যত তা বিরল। বিজেপি জমানায় রাজ্যের তকমা মুছে ফেলা জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) চূড়ান্ত হেনস্থার শিকার জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah)। যদিও বিজেপির পুলিশের বাধা অতিক্রম করে দেয়াল টপকেই ১৩ জুলাই শহিদ বেদীতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

১৯৩১ সালের ১৩ জুলাই ব্রিটিশের বিরুদ্ধে লড়াইতে শহীদ হয়েছিলেন ২১ কাশ্মীরি। সেই দিনকে স্মরণ করে এই দিনটি কাশ্মীরের শহিদ দিবস (Kashmir Martyrs’ Day) হিসাবেই পরিচিত। এবং রাজ্যে এই দিন ছুটিও ঘোষণা করা হয়। নরেন্দ্র মোদির নজিরবিহীন শাসনে রাজ্যের তকমা হারানো জম্মু ও কাশ্মীরে সেই শহিদ দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে পারলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। ১৩ জুলাই, রবিবার দিনভর তাঁর বাড়ির বাইরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করে রাখে কেন্দ্রের বিজেপি সরকার।

ওমর আবদুল্লার দাবি, ১৩ জুলাই জম্মু ও কাশ্মীরের নির্বাচিত সরকারের প্রতিনিধি, বিধায়ক, সাংসদ সকলের বাড়ির বাইরে মোতায়ন করা হয় কেন্দ্রীয় বাহিনী। যা হয়েছে কেন্দ্রের নির্দেশে, যে কেন্দ্রে সরকারকে জম্মু ও কাশ্মীরের মানুষ নির্বাচিত করেইনি। তিনি নওহাট্টা চকে (Nauhatta Chowk) গিয়ে শ্রদ্ধা জানানোর কথা জানালে তাঁর বাড়ির বাইরে বাঙ্কার তৈরি করে মোতায়েন হয় কেন্দ্রীয় বাহিনী।

তবে ১৪ জুলাই মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সরিয়ে নিতেই তিনি বেরিয়ে পড়েন নওহাট্টা চকের উদ্দেশ্যে, শহিদদের শ্রদ্ধা জানাতে। বিশ্বের বাজারে নিজেকে কাশ্মীর দরদী প্রতিষ্ঠা করতে চাওয়া নরেন্দ্র মোদি সেখানেও তাঁর জন্য এক নজিরবিহীন নিরাপত্তাবলয় তৈরি করেছিল। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সোমবার সেখানে এক নজিরবিহীন কাণ্ড প্রদর্শন করে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পুলিশি ও কেন্দ্রীয় বাহিনীর বাধার মুখে পড়ে রীতিমতো ধস্তাধস্তি করতে হয়। শেষে পাঁচিল টপকে নওহাট্টা চকে (Nauhatta Chowk) প্রবেশ করতে হয় ওমর আব্দুল্লাহকে (Omar Abdullah)।

আরও পড়ুন: বাংলার গ্রামীণ শিল্পকে তুলে আনার বার্তা: BNCCI এজিএম-এ রাজ্যের আহ্বান

মোদি জমানায় চূড়ান্ত অরাজকতার শিকার জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা। বিজেপির কেন্দ্রীয় সরকারের আমলে তারই ছবি ফুটে ওঠে ১৪ জুলাই। সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে ওমর দাবি করেন, এই শারীরিক নির্যাতন যার শিকার হয়েছি আমি। কিন্তু আমি আরও কঠিন। এবং আমাকে থামানো যায়নি। আমি কোনও বেআইনি বা অবৈধ কাজ করছিলাম না। এবার এই ‘আইনের রক্ষকদের’ ব্যাখ্যা করতে যে তারা কোন আইনে আমাদের ফাতিহা পড়া থেকে বিরত রাখার চেষ্টা করছিল?

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...