Thursday, August 21, 2025

ছয় দিন ধরে নিখোঁজ, ত্রিপুরার ছাত্রীর দেহ মিলল দিল্লির ব্রিজের নিচে

Date:

Share post:

নিখোঁজ ত্রিপুরার ছাত্রীর দেহ অবশেষে মিলল দিল্লির গীতা কলোনির ফ্লাইওভারের নিচে। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ওই ছাত্রী। যদিও গোটা ঘটনায় অন্য কারণও খতিয়ে দেখছে দিল্লি পুলিশ (Delhi police)। তবে এই ঘটনায় ফের প্রকাশ্যে এলো রাজধানীর সিসিটিভি (CCTV) নজরদারির গাফিলতি।

দক্ষিণ ত্রিপুরা (Tripura) জেলার সাবরুম এলাকার বাসিন্দা স্নেহা দেবনাথ দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিএসসি-র পড়ুয়া। অংকের স্নাতক পড়ুয়া ৭ জুলাই এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা পরিবারকে জানিয়েছিলেন। শেষবার ভোর ছটা নাগাদ তাঁর সঙ্গে পরিবারের কথা হয়েছিল। এরপর সাড়ে আটটা থেকে তার ফোন বন্ধ পাওয়া যাওয়ায় আশঙ্কা তৈরি হয় তাকে নিয়ে। ত্রিপুরায় পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিবার।

ত্রিপুরা সরকারের নির্দেশে দিল্লি পুলিশ খোঁজ শুরু করে ওই ছাত্রীর। যে ক্যাবে চড়েছিলেন তিনি সেই ক্যাব চালক জানান দিল্লির সিগনেচার ব্রিজের (Signature Bridge) কাছে তাকে নামিয়েছিলেন তিনি। সেখানেই শুরু হয় স্নেহার খোঁজ। তবে ওই এলাকায় সিসিটিভি (CCTV) নজরদারি না থাকায় অনুসন্ধান সমস্যায় পড়ে।

টানা ছয় দিনের খোঁজাখুঁজির পর রবিবার রাতে তার দেহ উদ্ধার হয়। মৃত্যুর তদন্তে নেমে পুলিশ স্নেহার ইমেল থেকে মানসিক হতাশার কথাবার্তা পায়। যদিও মৃত্যুর আসল কারণ তদন্ত করে দেখছে দিল্লি পুলিশ (Delhi Police)। কোন কারণে মানসিক অবসাদে ছিলেন ওই ছাত্রী, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ৬৪ মিলিয়ন ডলারের মহাকাশযাত্রা শেষ, পৃথিবী ফিরছেন শুভাংশুরা

দিল্লির সিগনেচার ফ্লাইওভার এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ভোরের দিকে ওই ছাত্রীকে ব্রিজের ধারের দিকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন কয়েকজন। তবে সিসিটিভি নজরদারি ও পর্যাপ্ত পুলিশি দহলদারি না থাকায় মৃত্যুর আসল কারণ এখনও ধোঁয়াশাতেই রয়েছে।

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...