বাংলা উন্নয়নে দেশে মডেল। দেশকে পথ দেখায় বাংলায়। বিভিন্ন সামাজিক প্রকল্পে সেরার সেরা স্বীকৃতি এসেছে কেন্দ্রের তরফে। এবার নীতি আয়োগ বাধ্য হয়েছে বাংলার সেই সাফল্য মেনে নিতে। নীতি আয়োগের সামারি রিপোর্টে উঠে এসেছে বেকারত্ব দূরীকরণ নিয়ে বাংলার প্রভূত সাফল্যের কথা। উঠে এসেছে স্বাস্থ্যখাতে বাংলার উন্নয়নের সাফল্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাফল্যের কথা তুলে ধরে এক্সে বার্তা দিলেন। অভিনন্দন জানালেন এই সাফল্যের কারিগরদের।
মুখ্যমন্ত্রী এক্সে লেখেন, নীতি আয়োগ আনুষ্ঠানিকভাবে বাংলার গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক সূচকগুলিতে, বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলার পারফরম্যান্সকে স্বীকৃতি দিয়েছে। এই মর্মে তিনি তুলে ধরেন বাংলার সাফল্যের খতিয়ান। তিনি লেখেন, ২০২২-২৩ সালে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২ শতাংশ, যা জাতীয় গড় ৩.২ শতাংশের থেকে ৩০ শতাংশ কম।
Pleased to share that NITI Aayog has officially recognised West Bengal’s strong performance across key socio-economic indicators—most notably in employment.
The State’s annual unemployment rate for 2022–23 stood at just 2.2%, which is 30% lower than the national average of 3.2%.…
— Mamata Banerjee (@MamataOfficial) July 14, 2025
এই রিপোর্টে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে বাংলার ইতিবাচক অবস্থান তুলে করে তিনি লেখেন, বাংলায় সাক্ষরতার হার (৭৬.৩ শতাংশ) জাতীয় গড়ের (৭৩ শতাংশ) থেকে বেশি। জাতীয় গড়ের তুলনায় দশম ও দ্বাদশ শ্রেণিতে স্কুলছুটের হারও অনেক কম এবং পাসের হার বেশি। আয়ুষ্কালও জাতীয় গড়ের থেকে বাংলায় (৭২.৩ বছর) বেশি। পুরুষ-মহিলার অনুপাতও উল্লেখযোগ্যভাবে ভালো। প্রতি ১০০০ পুরুষের মধ্যে ৯৭৩ জন কন্যার জন্ম—জাতীয় গড়ের ৮৮৯-এর থেকে বেশি বাংলায়। বাংলা শিশু মৃত্যুর হার প্রতি ১০০০ জীবিত জন্মের মধ্যে ১৯ জন এবং প্রতি মহিলার মধ্যে ১.৬ শিশু। উভয়ই জাতীয় গড়ের চেয়ে ভালো
জীবনযাত্রার মানেও ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। জাতীয় গড়ের তুলনায় বাংলায় পানীয় জলের সংযোগ বেশি। বাংলার উন্নয়নকেই প্রতিফলিত করে নীতি আয়োগের রিপোর্টে। মুখ্যমন্ত্রী লেখেন, যারা এই সাফল্য বাস্তবায়নে অবদান রেখেছেন, তাদের সকলকে আমার অভিনন্দন।
আরও পড়ুন – মন্ত্রিসভার বৈঠকে হঠাৎ অসুস্থ মৎস্য মন্ত্রী, তৎক্ষণাৎ ভর্তি এসএসকেএম-এ
_
_
_
_
_
_
_
_
_
_