Wednesday, August 20, 2025

আমার সাফল্যের মূল শক্তি: মা আরতি রায়কে হারিয়ে লিখলেন শোকবিহ্বল পুত্র রাইস-অ্যাডামাস গ্রুপের কর্ণধার সমিত

Date:

প্রয়াত রাইস-অ্যাডামাস গ্রুপের কর্ণধার সমিত রায়ের (Samit Ray) মা আরতি রায় (Arati Ray)। সোমবার সন্ধে ৬টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ২০ দিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। ১৯৮৫ সাল থেকে আমৃত্যু ‘রাইস এডুকেশন’-এর অন্যতম ডিরেক্টর ছিলেন আরতিদেবী। মঙ্গলবার সকালে বাসভবনে শায়িত ছিল তাঁর দেহ। অসংখ্য মানুষ, আত্মীয়-পরিজন শেষ শ্রদ্ধা জানান।

সমিত রায়ের (Samit Ray) তরফে শোক সংবাদ জানিয়ে বলা হয়, “রাইস-অ্যাডামাস গ্রুপ গড়ে ওঠার পেছনে আমার মা-এর ভূমিকা অপরিসীম।“ তিনি লেখেন, “১৯৮৫ সাল থেকে আমৃত্যু তিনি ‘রাইস এডুকেশন’- এর অন্যতম ডিরেক্টর ছিলেন। চল্লিশ বছরের এই গ্রুপের সমৃদ্ধির মূলে আমার পরিবারের সাথে সাথে প্রায় কয়েক হাজার কর্মীর অবদান রয়েছে। চেয়ারম্যান হিসেবে, প্রথম প্রজন্মের উদ্যোগপতি হিসেবে আমার সাফল্যের পেছনে মূল শক্তিই ছিলেন আমার মা। যখন আমি প্রথম ইনস্টিটিউট শুরু করি, অর্থাভাবে যখন ক্লাসরুম গড়ে তুলতে পারছি না, মা তাঁর শেষ সম্বল গলার সোনার হারটি আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, সেটা বন্ধক রেখে কিছু অর্থ জোগাড় করে কাজ সম্পন্ন করতে। রাইস-অ্যাডামাস গ্রুপের এই বিপুল কর্মকান্ডের পেছনে তাঁর অনুপ্রেরণা অবিস্মরণীয়। তিনিই ছিলেন মূল চালিকা শক্তি। এই শক্তির মূল্যায়ন জাগতিকভাবে সম্ভব নয়। এই শক্তির ভূমিকা শুধু আমিই জানি। মা’র এই অবদান ইতিহাসে লেখা থাকবে না, গ্রুপের অনেকেই জানবে না কিন্তু আমার পক্ষে তা ভুলে যাওয়া সম্ভব নয়। তাই তাঁর মৃত্যু আজ এক অসীম শূন্যতার সৃষ্টি করেছে।“

আরতিদেবীর মৃত্যুতে রাইস অ্যাডামাস গ্রুপের সব শীর্ষস্থানীয় প্রশাসক, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্র-ছাত্রীরা শোকস্তব্ধ। গভীর শোকের সঙ্গে সমিত রায় জানান, “আপনাদের সবার শুভ কামনা ও শক্তি এই গভীর শোকের মুহূর্তে আমার ও আমার পরিবারকে এগিয়ে যাওয়ার শক্তি যোগাবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।“
আরও খবরমঙ্গলে নক্ষত্রপতন ভারতীয় বিনোদন জগতে, প্রয়াত প্রযোজক-অভিনেতা ধীরজ কুমার

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...
Exit mobile version