ভারী বৃষ্টি ও জলছাড়ে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি! জেলাভিত্তিক পর্যবেক্ষণে প্রশাসনের আধিকারিকরা 

Date:

Share post:

ডিভিসি-র জল ছাড়ার সঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় জলমগ্নতা ও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি সামাল দিতে এবং তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিতে জেলাভিত্তিক ভাবে উচ্চপদস্থ আধিকারিকদের দায়িত্ব দিল রাজ্য প্রশাসন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার পরিস্থিতির তত্ত্বাবধানে রয়েছেন জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স দফতরের সিনিয়র স্পেশ্যাল সচিব প্রিয়াঙ্ক সিংহ, স্বাস্থ্য দফতরের স্পেশ্যাল সচিব ইউনিস ঋষিণ ইসমাইল এবং কৃষি দফতরের বিশেষ কমিশনার হৃষিকেশ মোদি।

পূর্ব বর্ধমান জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তরের নীলম মীনা এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ডিরেক্টর বিভু গোয়েল-কে। বীরভূম জেলার দায়িত্বে রয়েছেন শিল্প দফতরের সচিব বন্দনা যাদব এবং অর্থ দপ্তরের সচিব দেবীপ্রসাদ করণম। হুগলির পরিস্থিতি নজরে রাখবেন শিক্ষা দফতরের সচিব বিনোদ কুমার এবং পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তেওয়ারি।

জেলাভিত্তিক এই নজরদারির মাধ্যমে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন, সাহায্য পাঠানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কাজ আরও গতি পাবে বলে মনে করছে প্রশাসন। সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়মিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে এবং কোথাও পরিস্থিতি জটিল হলে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের এই তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে বলেই আশাবাদী নবান্ন।

আরও পড়ুন- দেউচা-পাঁচামি খনি প্রকল্পে এমডিও নিয়োগ চূড়ান্ত পর্যায়ে, আগ্রহী ৬ সংস্থা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...