Thursday, December 18, 2025

ভোটার সমীক্ষায় এগিয়ে বিরোধীরা, বিহারে চাপে বিজেপি

Date:

Share post:

আদৌ কতটা যুক্তি সঙ্গত নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেন্সিভ রিভিউ (SIR) তা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ দেশের শীর্ষ আদালত। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে দেশের সব বিরোধী দল একজোট হয়ে প্রতিবাদ করেছে বিহারে এসআইআর-এর। তা নিয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে অনেক দিনই সক্ষম হয়েছে বিরোধী দলগুলি। ফলে আদৌ নির্বাচন কমিশনের (ECI) পক্ষে বলার কেউ নেই বিহারে। এতদিনে সেই কথা বুঝতে পেরে এবার তড়ি ঘড়ি মাঠে নামা শুরু বিজেপি কর্মকর্তাদের। আদতে বিহারে নির্বাচনের (Bihar Assembly Election) প্রাথমিক লড়াইতে বিজেপি জোটকে (NDA) পিছনে ফেলে যে এগিয়ে গিয়েছে বিরোধীরা, তা তড়িঘড়ি কর্মী-নেতাদের উদ্দেশ্যে দেওয়া নির্দেশেই প্রমাণিত।

বিহারে যে প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে, তাতে প্রমাণিত তারা বেছে বেছে তালিকা থেকে নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই বিজেপির চক্রান্তে কাজ করছে নির্বাচন কমিশন। আর সেই বার্তা বিরোধী সব দলই বিহার নির্বাচনের আগে দলীয় ইস্য়ু হিসাবে খাড়া করেছে। তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে এসআইআর নিয়ে সতর্ক করেছে। সেই সঙ্গে নিজেদের বুথস্তরের বিএলএ (BLA) নির্বাচন করে তালিকা সংশোধনের কাজ করেছে। নিজেদের তরফ থেকে কমিশনের উপর নির্ভর না করে পরিবর্তিত ও পরিবর্ধিত ভোটার তালিকা (voter list) তৈরির কাজ চালিয়েছে এই কয়েক মাস ধরে।

অথচ এই পরিস্থিতিতে বিহারের বিজেপি কর্মীরা রীতিমত অন্ধকারে। একাংশের নেতাদের দাবি, বিহারে (Bihar) হঠাৎ এসআইআর (SIR) শুরু করে দেওয়া সম্পর্কে কোনও ধারণাই ছিল না জেলা স্তরের নেতাদের। আর ততদিনে বিরোধীরা তালিকা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। ফলে দেরিতে হলেও মাঠে নামার প্রস্তুতি বিহার বিজেপির। রবিবার ২৬ জেলার বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করে শীর্ষ নেতৃত্ব। তাঁদের দায়িত্ব দেওয়া হয় জেলায় জেলায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিরোধীদের দাবির উল্টো বোঝাতে।

আরও পড়ুন: ভারতীয় সময় ৩.০১ মিনিটে পৃথিবী ছুঁল অ্যাক্সিয়ম-ফোর, ফিরলেন শুভাংশুরা

নির্বাচন কমিশনের দাবি এপর্যন্ত বিহারের ৭.৮৯ কোটি বাসিন্দার মধ্যে ৬.৬ কোটি বাসিন্দা এই ফর্ম ফিলাপ করেছে। কিন্তু আসল গল্প সেই ফর্মেই। দেখা গেছে ফর্মে ৭০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে কোনও বাসস্থানের প্রামাণ্য নথি ছাড়া জমা হয়েছে। কমিশন যে ১১টি বস্তুকে বাসস্থানের নথি হিসাবে উল্লেখ করে দিয়েছিল, তা দিতে পারেননি অথবা দেননি। এবার বিরোধীদের এই নথি নিয়ে প্রশ্ন তোলায় একটা বড় অংশের মানুষ এই পদক্ষেপ নিয়েছে কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন। তবে তা যদি হয়, কমিশনের সমর্থনে প্রচারে কার্যত বিহারে পিছিয়ে বিজেপি ও তাদের জোটসঙ্গীরা।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...