Saturday, November 1, 2025

বিহারে SIR-এর বাস্তব সত্য তুলে ধরে রাজরোশে! সাংবাদিকের বিরুদ্ধে মামলা

Date:

বিহারে বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ নিয়ে কমিশনের জালিয়াতির ছবি স্পষ্ট ভাষায় তুলে ধরেছিলেন বর্ষীয়ান সাংবাদিক অজিত অঞ্জুম (Ajit Anjum)। স্বাভাবিকভাবেই তা সহ্য হয়নি শাসক বিজেপি জোটের। সাংবাদিক অজিতের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর (SIR)। এই ঘটনায় স্পষ্ট বিজেপি জমানায় কীভাবে সংবাদ মাধ্যমের মুখ বন্ধের খেলা শুরু হয়েছে গোটা দেশে। বর্ষীয়ান সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের বিরোধিতা করে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া।

এসআইআর-এর (SIR) নামে ঠিক কেমন ভোটার তালিকা সংশোধন চলছে তা ভিডিও-র মাধ্যমে তুলে ধরেছিলেন সাংবাদিক অজিত অঞ্জুম (Ajit Anjum)। একের পর এক ফর্মে শুধু নাম লেখা। তাদের স্বাক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন সাংবাদিক অঞ্জুম। সেই সঙ্গে তুলে ধরেন কোনও বাসস্থানের সপক্ষে নথি নেই সেই সব ফর্মের সঙ্গে। বেশির ভাগ ক্ষেত্রে ঠিকানারই উল্লেখ নেই। সেই সঙ্গে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষের ফর্ম বিপুল পরিমাণে জমা পড়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন নিজের চ্যানেলে।

ঠিক যে আশঙ্কা বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোলা হয়েছিল, তেমনটাই তুলে ধরেছিলেন সাংবাদিক অজিত। সেই তথ্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও (Mahua Moitra) তুলে ধরেছিলেন। আর তাতেই রাজরোশে বর্ষীয়ান অজিত (Ajit Anjum)। তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর (FIR)। অভিযোগ তিনি নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করেছেন।

আরও পড়ুন: ত্রিপুরায় খেলা শুরু স্মার্ট মিটারের! এক মাসে বিল বাড়ল ৬১ হাজার টাকা

নরেন্দ্র মোদি যেভাবে গোটা বিশ্বের সামনে নিজেকে সংবাদ মাধ্যম-বন্ধু বলে তুলে ধরার চেষ্টা করেন, এই ঘটনায় সেই মুখোশই খসে পড়েছে। বিহারের নীতীশ কুমার প্রশাসন সাংবাদিকের তথ্য তুলে ধরায় তাঁর বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সরব প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (Press Club of India)। এই ঘটনাকে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ বলে দাবি করা হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে।

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...
Exit mobile version