Tuesday, December 23, 2025

সিঙাড়া-জিলিপি নিয়ে কেন্দ্রের নয়া ফতোয়া! মানবে না রাজ্য

Date:

Share post:

আমিষ খাওয়া বন্ধ করতে নানা অজুহাত তৈরি করার পরে এবার সিঙাড়া-জিলিপি নিয়ে ফতোয়া জারি করছে কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। কারণ সিগারেটের সঙ্গে এক সারিতে বসানো হয়েছে সিঙাড়া, জিলিপির (Singara-Jalebi) মতো খাবারকে। ফলে এগুলিও না কি সমান ক্ষতিকর। আর সেই কথা মনে করাতে লেখা থাকবে, বিধি বদ্ধ সর্তকীকরণ! কিন্তু কেন্দ্রের এই ফতোয়া মানবে না রাজ্য। তীব্র কটাক্ষ করে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল (Kunal Ghosh) ঘোষ বলেন, সিঙারা-জিলিপিতে কুনজর পড়ছে কেন্দ্রের।

ভারতীয়দের মধ্যে স্থূলত্বের সমস্যা অত্যন্ত হারে বাড়ছে। পাঁচজনের মধ্যে গড়ে একজন ভারতীয় এই সমস্যার শিকার। স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ২০৫০ সালের মধ্যে প্রায় ৪৪.৯ কোটি মানুষ বেশি ওজনের (Obesity) সমস্যায় ভুগতে পারেন। আর এর থেকে শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, হার্টের রোগ ও কিডনির রোগ। সেই কারণেই এই ফতোয়া বলে দাবি কেন্দ্রের।
স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকা অনুযায়ী, এইধরনের খাবারে কতটা ফ্যাট, চিনি ও ট্রান্স ফ্যাট লিখে দিতে হবে স্পষ্ট করে।

ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের এই নির্দেশিকা কেন্দ্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছে গিয়েছে। নাগপুরে AIM’S-এ ইতিমধ্যে এই নির্দেশিকা মেনে শুরু হয়ে গিয়েছে প্রচার।

কিন্তু প্রশ্ন উঠছে যেসব দোকানে সিঙাড়া, জিলিপি (Singara-Jalebi), লাড্ডু, বড়া পাও-এর মতো খাবার পাওযা যায়, সেইসব কটা দোকানে সেই সব দোকানে এই চার্ট টাঙানোর জায়গা কোথায়! আর কেউ বা তা হিসেব করে লিখবেন!

তাহলে কী ছোট দোকান তুলে দেওয়ার এই এক কেন্দ্রীয় ষড়যন্ত্র! কারণ, বড় দোকানে এই সুবিধা থাকায়, সেই দোকানগুলি রেখে, ছোট ব্যবসায়ী, যাঁরা রাস্তার মোড়ে সিঙারা-জিলিপি ভাজেন-তাঁদের রুজিটে লাথি মারার চক্রান্ত- অভিযোগ সব মহলে।

এই নিয়ে তীব্র কটাক্ষ করে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক বলেন, সিঙারা-জিলিপিতে কুনজর পড়ছে কেন্দ্রের। সিঙাড়া, জিলিপি নিয়ে কেন্দ্রীয় সরকারের ফতোয়া মানবে না রাজ্য সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন রাজ্য কে কী খাবেন, স্বাধীনতা তাঁর। খাদ্যের গুণমান ঠিক থাকলে খাদ্যবস্তুর উপর কোনও বিধিনিষেধ বা হস্তক্ষেপ উচিত নয়। বাংলায় এসব হবে না।

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...