আধার নিয়ে এখন দায় ঠেলতে চাইছে বিজেপি (bJP)। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার আধার অ্যাক্টের মাধ্যমে দেশের জনগণকে ভোটার কার্ডের পাশাপাশি আধার কার্ড (Adhar Card) করানোকেও বাধ্যতামূলক করেছিল। আর এখন সেই বিজেপিই (BJP) মানুষকে বিশ্বাস করাতে চাইছে আধার কার্ড নাকি রাজ্য সরকার দেয়! আধারের মাধ্যমে দেশের নিরাপত্তাকে লাটে তুলে দিয়ে এখন দায় ঠেলা বিজেপির এই নোংরা রাজনীতির পর্দাফাঁস করল তৃণমূল কংগ্রেস। সমাজমাধ্যমে আধার কার্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুরনো একটি বক্তব্যের ভিডিও শেয়ার করা হয়েছে দলের তরফে। যেখানে ‘প্রচারলোভী’ প্রধানমন্ত্রী দাবি করছেন কীভাবে বিজেপি সরকার দেশের ৯৬ শতাংশ মানুষকে আধার কার্ড দিয়েছে এবং আগামীতে ভারতের প্রত্যেক নাগরিককে আধারের আওতায় আনবে বিজেপি।
এখানেই তৃণমূলের (TMC) প্রশ্ন, এখন আধার প্রদান নিয়ে কেন্দ্রের বিজেপি রাজ্যের দিকে দায় ঠেলছে কেন? গোটা সিস্টেমে যদি জাল আধার কার্ড (Adhar Card) ছেয়ে যায়, সেটা তো কেন্দ্রের মোদি সরকারের চূড়ান্ত ব্যর্থতা! মোদিজির দাবি, আধার কার্ড জনগণের ক্ষমতায়নের প্রতীক। তাহলে সেই প্রতীককে জাতীয় নিরাপত্তায় ভয়ের কারণে পরিণত করার দায় কে নেবে? কেন্দ্রের হাফমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আওতাধীন ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি দফতরের অধীনস্থ বিধিবদ্ধ সংস্থা ইউআইডিএআই দেশের জনগণের জন্য আধার কার্ড ইস্যু করে। তাহলে বাজারে ভুয়ো আধার কার্ড ভরে যাওয়ার দায় কেন নেবেন না সেই হাফমন্ত্রী?
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–