Saturday, August 23, 2025

নদী পার হওয়ার সময় আচমকা হড়পা বান! কোনক্রমে বাঁচলেন বাসযাত্রীরা

Date:

খরস্রোতা নদী পার হওয়ার সময় আচমকা হড়পা বানে (flash flood) আটকে পড়ল যাত্রীবাহী বাস। আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাটে বাঙড়ি নদীতে (Bangri river) হড়পা বানের ঘটনায় যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপদে বাসের যাত্রীদের বের করে পাড়ে নিয়ে আসা সম্ভব হয়। পরে প্রশাসনের তৎপরতায় বাসটিকে পাড়ে তোলা হয়।

আলিপুরদুয়ার এলাকায় সাধারণত পাহাড়ি নদী পার হয়েই যাত্রী পরিবহন করে বেসরকারি বাসগুলি। নদীতে জল কম থাকায় যাত্রী পরিবহনে কোনও সমস্যা হয় না। তবে প্রতিবছর মাদারিহাটে বাঙড়ি নদীতে হড়পা বান আসে। তাতে দুর্ভোগের শিকার হয় স্থানীয় মানুষজন। ভুটান থেকে নেমে আসা ওই পাহাড়ি নদীকে কোনও ভাবেই বশ করা সম্ভব হয়নি। বুধবার সকালে ভুটান (Bhutan) পাহাড়ে প্রবল বর্ষণের ফলে ফের একবার হড়পা বান আসে বাঙড়ি নদীতে (Bangri river)। আর এদিন আচমকা আসা সেই হড়পা বানে নদীর প্রায় মাঝামাঝিতে আটকে পড়ে একটি যাত্রীবাহী বাস।

আরও পড়ুন: ভূতের আধার! দেশের ১০ কোটি মৃত মানুষের আধার কার্ড এখনও বাতিল হয়নি

ঘটনাটি ঘটেছে মাদারিহাটে জামতলা এলাকায়। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেছে টোটোপাড়া থেকে মাদারিহাটগামী ওই বাসের যাত্রীরা। কোনওক্রমে বাস থেকে নেমে প্রাণে বাঁচে যাত্রীরা। নদীর হাঁটু জল পেরিয়ে স্রোতের মধ্যে দিয়ে পাড়ে উঠে আসেন তাঁরা। যাত্রীরা সময়মত বিপদের আঁচ পেয়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ায় কারো কোনও ক্ষতি হয়নি। নদীর জল কমলে, দুপুর দেড়টা নাগাদ ক্রেন ও পে লোডার দিয়ে নদীতে আটকে পড়া বাসটি তোলা হয়। মাদারিহাট থানার ওসি অসীম মজুমদার জানান, বাস নদীতে আটকে পড়লে সময়মত যাত্রীরা বেরিয়ে আসায় কেনো দুর্ঘটনা ঘটেনি। পরে বাসটিকে নদী থেকে তোলা হয়েছে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version