বৃষ্টি (Rain) মাথায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হাঁটেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে প্রতিবাদ মিছিলে পা মেলান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূল নেতৃত্ব। মমতা, অভিষেক, ফিরহাদ, অরূপ কারও মাথায় ছিল না ছাতা। তুমুল বৃষ্টিতে ভিজে যান সবাই। এর পরেই সুস্থ থাকতে টিপস্ দেন তৃণমূল সভানেত্রী। বলেন, সামনে আরও লড়াই আছে।
ডোরিনা ক্রসিং-এর মঞ্চ থেকে মমতা বলেন, “বৃষ্টিতে ভিজলে বাড়িতে গিয়ে গরম জলে স্নান করবেন আর একট অ্যান্টি-অ্য়ালার্জিক খেয়ে নেবেন, সঙ্গে আদা দিয়ে চা।” বৃষ্টিতে ভেজার পর নিজেও তাই করেন বলে জানান মুখ্যমন্ত্রী। ধর্মতলার সভা থেকে সকলকে এই পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, রোদ, ঝড়, জল, বৃষ্টিতে এভাবেই ভেজেন তাঁরা।
বৃষ্টিতে (Rain) ভিজলে চিকিৎসকেরাও পরামর্শ দেন বাড়ি গিয়ে গরম জলে স্নান করার। গরম কিছু খাওয়ার। মুখ্যমন্ত্রীও সেই পরামর্শই দেন। জানান, সামনে একুশে জুলাইয়ের মেগা সমাবেশ আছে। তার জন্য প্রস্তুত হবে হবে। সবাইকে সেই সমাবেশে আসার আমন্ত্রণ জানান মমতা। তাঁর কথায়, সামনে বড় লড়াই আছে। সুতরাং ভিজে অসুস্থ হলে চলবে না।
মুখ্যমন্ত্রী জানান, “এখনকলকাতায় জল কম জমে। আগে একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত। এখন ৯৯ শতাংশ কভার করা হয়েছে। যেটুকু বাকি রয়েছে ২০২৬ সালের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে।”
আরও খবর: বাংলাভাষীদের ধরতে ডবলইঞ্জিনের রাজ্যে কেন্দ্রের গোপন বিজ্ঞপ্তি! বিস্ফোরক অভিযোগ মমতার
–
–
–
–
–
–
–
–
–
–
–
–