Monday, August 11, 2025

ময়মনসিংহে উপেন্দ্রকিশোরের বাড়িতে সংগ্রহালয় তৈরি: বার্তা ভারতের

Date:

Share post:

বাংলার সংস্কৃতির একটা বড় অংশ বাংলাদেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেই সম্পদেও হাত পড়েছে বাংলাদেশের বর্তমান স্বৈরাচারী অন্তর্বর্তী সরকারের। সত্যজিৎ রায় (Satyajit Ray), উপেন্দ্র কিশোর রায়চৌধুরির পৈতৃক বাড়ি সংস্কারের নামে ভেঙে ফেলার প্রতিবাদে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি ভারত সরকারকে বিষয়টিতে নজর দেওয়ার দাবি জানিয়েছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs) তরফে বাংলাদেশ সরকারকে এই বাড়ির সংস্কার ও সেখানে সংগ্রহালয় (museum) তৈরিতে সহযোগিতার বার্তা দেওয়া হল।

বাংলাদেশের ময়মনসিংহ (Mymensingh) শহর বাংলার ইতিহাসের বহু বিবর্তন ও বিপ্লবের সাক্ষী। তার মধ্যে অন্যতম উপেন্দ্রকিশোর রায় চৌধুরির পৈতৃক বাড়ি। বাংলাদেশ শিশু একাডেমির বাড়ি তৈরির নাম করে তা ভাঙতে শুরু করেছে বাংলাদেশ সরকার। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হল, চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায় ও তাঁর পিতামহ প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরির পৈতৃক বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে ভাঙার কাজ হচ্ছে, যা অত্যন্ত দুঃখের বিষয়। এই বাড়িটি বাংলাদেশ (Bangladesh) সরকারের সম্পত্তি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যেভাবে এই বাড়ির সঙ্গে বাংলার ও ভারতের ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করেছিলেন, সেভাবেই বাড়িটির গুরুত্বের কথা উল্লেখ করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। জানানো হয়, বাংলার সাংস্কৃতির নবজাগরণের অন্যতম অংশ এই বাড়িটি। তাই এই বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্তের পুণর্বিবেচনা করা উচিত। সেই সঙ্গে বাড়িটিকে মেরামতি ও পুণর্গঠনের মাধ্যমে সেখানে যাতে একটি সংগ্রহালয় (museum) তৈরি করা যায়, সেই চেষ্টা করা উচিত যেখানে সাহিত্যের সংগ্রহ ও ভারত-বাংলাদেশের সাহচর্যের প্রতীক হিসাবে তুলে ধরার কথা ভাবা উচিত।

আরও পড়ুন: বিজেপি সরকারের বাংলা-বাঙালি বিদ্বেষের প্রতিবাদে আজ রাজপথে মমতা- অভিষেক

উপেন্দ্রকিশোরের পৈতৃক বাড়িতে সংগ্রহালয় তৈরির মধ্যে দিয়ে নতুন করে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের প্রয়াস চালাতে চায় মোদি সরকার, তা এই বিজ্ঞপ্তিতে যথেষ্ট স্পষ্ট। সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে ভারতে যে ধরনের বৈরিতার বাতাবরণ বিজেপির নেতারাই তৈরি করেছেন, তাতে বাংলাদেশের (Bangladesh) সঙ্গে যে কোনও পরিস্থিতিতে সম্পর্ক মেরামতির পথ খুঁজছিল ভারত সরকার। তাই সংগ্রহালয় (museum) তৈরিতে বাংলাদেশ সরকারকে সহযোগিতার বার্তা দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে।

spot_img

Related articles

মহিলা সাংসদদের চুল-শাড়ি টেনে নিগ্রহ! দুই তৃণমূল সাংসদ জ্ঞান হারালেন পুলিশি ‘তৎপরতায়’

গণতন্ত্রের কণ্ঠরোধে পুলিশি অতি-সক্রিয়তা। এটাই বিজেপির দমননীতির প্রধান অস্ত্র। সাধারণ মানুষ থেকে সাংসদ, কেউ বাদ পড়লেন না দিল্লি...

পরাজয় কার হবে? আমেরিকা থেকে পরমাণু অস্ত্র হামলার হুমকি পাক সেনাপ্রধানের

পাকিস্তানের সঙ্গে দোস্তি এবং ভারতের সঙ্গে কুস্তি করেছে আমেরিকা (America)। মোদি প্রীতি কাজ না করায় শুল্কবাণ আগেই নিক্ষেপ...

মিথ্যাচার আর নাটকের সব সীমা পার! অভয়ার বাবার ‘অভিযোগে’র  পিছনে কারা, প্রশ্ন কুণালের

তদন্ত থেকে আদালত কারো উপরই ভরসা নেই আর জি করের মৃতা চিকিৎসকের বাবা-মায়ের। রাজনৈতিক নেতাদের প্রভাবে প্রভাবিত হয়...

দিল্লিতে বিক্ষোভে বিরোধীরা: মিছিল শুরু করতেই সাংসদদের আটকালো দিল্লি পুলিশ

সত্যি কথা বললেই মুখ বন্ধ করে দাও। প্রতিবাদ করলেই কণ্ঠরোধ করে দাও। বিজেপির দমননীতির শিকার রাজধানীর বুকে কয়েকশো...