ম্যাঞ্চেস্টার ভারতের (Indian Cricket Team) সামনে মরন বাঁচন ম্যাচ। সেখানেই বিশ্রাম নয়, খেলত দেখা যাবে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। এখনও পর্যন্ত সরকারীভাবে কিছু ঘোষণা না হলেও, শোনা যাচ্ছে এই ম্যাচ খেলার কথা নাকি দলকে জানিয়ে দিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। কার্যত তাঁকে রেখেই নাকি এবার চতুর্থ টেস্টের দল গোছাতে শুরু করে দিয়েছে গৌতম গম্ভীর অ্যান্ড কো। ভারত সেখানে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।
তৃতীয় টেস্টে লর্ডসে দুর্ধর্ষ লড়াই করলেও শেষরক্ষা করতে পারেনি ভারত। রবীন্দ্র জাদেজা শেষ মুহূর্ত পর্যন্ত সেই ম্যাচে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সিরাজ আউট হতেই সব শেষ হয়ে গিয়েছিল। মাত্র ২২ রানে সেই ম্যাচে হেরে গিয়েছিল ভারতীয় দল। আর সেই ম্যাচ হারের সঙ্গে টেস্ট সিরিজেও ২-১ ফলাফলে পিছিয়ে গিয়েছে ভারতীয় দল। হাতে রয়েছে আর দুটো ম্যাচ।
সিরিজে লড়াইয়ে ফিরতে এই ম্যাচে জিততেই হবে ভারতকে। আবার ম্যাঞ্চেস্টারের (Manchester) পরিসংখ্যান সেভাবে ভারতীয় দলের পক্ষেও নয়। এই কারণেই এই ম্যাচে এবার দেখা যেতে চলেছে জসপ্রীত বুমরাকে। তৃতীয় ম্যাচেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। দুই ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে এসেছিল সাত উইকেট। ম্যাঞ্চেস্টারে যে বুমরাহ ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই এই টেস্টে জসপ্রীত বুমরাকে খেলানোর পরিকল্পনাই শুরু হয়ে গিয়েছে। ভারত এই ম্যাচ জিতে সিরিজ সমতায় ফেরাতে পারে কিনা সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–