Tuesday, November 4, 2025

তৃতীয় টেস্টে হেরে সিরিজে পিছিয়ে গেছে ভারত (India Team)। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে ম্যাঞ্চেস্টারে (Manchester Test) চতুর্থ টেস্টে জিততেই হবে ভারতীয় দলকে। তার আগে ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ অজিঙ্কং রাহানের (Ajinkya Rahane)। সিরাজ, বুমরাহ (Jasprit Bumrah) এবং আকাশদীপদের প্রশংসা করলেও ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে কজন বাড়তি বোলার খেলানোর পরামর্শই দিচ্ছেন রাহানে (Ajinkya Rahane)।

ইংল্যান্ডের মাটিতে টেস্টের শেষ দুটো দিন যে অত্যন্ত কঠিন তা মেনে নিচ্ছেন ভারতের এই তারকা ক্রিকেটার। কিন্তু তাঁর একটা কথা স্পষ্ট। তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হলে ২০ উইকেট তোলাটা সবচেয়ে জরুরী। আর সেই কারণেই এবার বাড়তি পেসার খেলানোর পরামর্শ দিচ্ছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)।

এই মুহূর্তে ভারতের ডাগ আউটে রয়েছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। কিন্তু তাঁকে খেলাতে গেলে একজন কাউকে বসাতে হবে। সেরম হলে কাকে বসানো হবে তা নিয়েও কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে।

অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) জানিয়েছেন, “আমরা সকলেই জানি যে টেস্টের চতুর্থ এবং পঞ্চম দিনটা সত্যিই খুব কঠিন। সেখানে রান করাটা সত্যিই খুব কঠিন। ইংল্যান্ডও অত্যন্ত ভালো বোলিং করছেন। তবে একটা জিনিস মানতেই হবে যে গত ম্যাচের প্রথম ইনিংসে ভারত বড় রান করতে পারেনি। আমার মনে হয় ভারতের একজন অকিরিক্ত বোলার খেলানো উচিৎ। কারণ টেস্ট ম্যাচ বা সিরিজ জিততে হলে ২০ উইকেট তুলতেই হবে”।

আগামী ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট শুরু হতে চলেছে। সেখানেই ভারতীয় দল জিতে সিরিজে সমতায় ফেরাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version