লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’কে (TRF) নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বলে ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প সরকার (USA Govt)। মার্কিন বিবৃতিতে জানানো হয়েছে, ‘TRFকে এফটিও এবং এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’ জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio)। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারত (Ministry of External Affairs)।
A strong affirmation of India-US counter-terrorism cooperation.
Appreciate @SecRubio and @StateDept for designating TRF—a Lashkar-e-Tayyiba (LeT) proxy—as a Foreign Terrorist Organization (FTO) and Specially Designated Global Terrorist (SDGT). It claimed responsibility for the…
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 18, 2025
গত ২২ এপ্রিল কাশ্মীরে পহেলগামে হামলার পর প্রাথমিকভাবে দায় স্বীকার করেছিল এই জঙ্গি সংগঠন। পরে অবশ্য তার বিষয়টি অস্বীকার করে। যদিও তাতে পাকিস্তানের মদত ছিল স্পষ্ট। ভারত একাধিকবার প্রতিবাদে সোচ্চার হয়েছে। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে সংসদীয় দলের প্রতিনিধিরা গিয়ে পাকিস্তানের সন্ত্রাস সহযোগী মনোভাবের তীব্র সমালোচনা করেছেন। কিন্তু তারপরও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে TRF-এর নাম উল্লেখ করা ছিল না। কূটনৈতিক মহলের ধারণা ছিল পাকিস্তান এবং চিনের আপত্তি কারণেই এই ঘটনা। তবে এবার, আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় যুক্ত করা হলো টিআরএফের নাম। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) লেখেন, সন্ত্রাসবিরোধিতায় ভারত-আমেরিকা সহযোগিতার প্রমাণ মিলল। মার্কিন বিদেশ দফতর এবং বিদেশ সচিবের এই উদ্যোগ প্রশংসনীয়। সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স নীতি মেনে চলতে হবে। আমেরিকার এই পদক্ষেপের পর অবশ্য পাকিস্তানের তরফে কোনও বিবৃতি মেলেনি।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–