Wednesday, August 27, 2025

লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’কে (TRF) নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বলে ঘোষণা করল ডোনাল্ড ট্রাম্প সরকার (USA Govt)। মার্কিন বিবৃতিতে জানানো হয়েছে, ‘TRFকে এফটিও এবং এসডিজিটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’ জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio)। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারত (Ministry of External Affairs)।

গত ২২ এপ্রিল কাশ্মীরে পহেলগামে হামলার পর প্রাথমিকভাবে দায় স্বীকার করেছিল এই জঙ্গি সংগঠন। পরে অবশ্য তার বিষয়টি অস্বীকার করে। যদিও তাতে পাকিস্তানের মদত ছিল স্পষ্ট। ভারত একাধিকবার প্রতিবাদে সোচ্চার হয়েছে। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে সংসদীয় দলের প্রতিনিধিরা গিয়ে পাকিস্তানের সন্ত্রাস সহযোগী মনোভাবের তীব্র সমালোচনা করেছেন। কিন্তু তারপরও রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে TRF-এর নাম উল্লেখ করা ছিল না। কূটনৈতিক মহলের ধারণা ছিল পাকিস্তান এবং চিনের আপত্তি কারণেই এই ঘটনা। তবে এবার, আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় যুক্ত করা হলো টিআরএফের নাম। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) লেখেন, সন্ত্রাসবিরোধিতায় ভারত-আমেরিকা সহযোগিতার প্রমাণ মিলল। মার্কিন বিদেশ দফতর এবং বিদেশ সচিবের এই উদ্যোগ প্রশংসনীয়। সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স নীতি মেনে চলতে হবে। আমেরিকার এই পদক্ষেপের পর অবশ্য পাকিস্তানের তরফে কোনও বিবৃতি মেলেনি।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version