আইপিএল (IPL) যেন বিসিসিআইয়ের (BCCI) সোনার জিম পাড়া হাঁস। ২০২৩-২৪ মরসুমে বিরাট আয়ের মুখ দেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ৯৭৪১ কোটি টাকা আয় করেছে বিসিসিআই। যার সিংহভাগটাই নাকি এসেছে আইপিএল (IPL) থেকে। রিপোর্ট অনুযায়ী ৫০০০ কোটি টাকা দিয়েছে শুধু আইপিএলই। আইপিএল যে শুধু ক্রিকেটার তুলেই আনছে না, বোর্ডের (BCCI) ভাঁড়ারও ভরাচ্ছে তা বলাই বাহুল্য।
গত মরসুমের আয়ের তালিকা সকলের সামনে এসেছে। আর তা দেখেই কার্যত সকলে হতবাক হয়েছে। রেকর্ড পরিমান টাকা আয় হয়েছে বোর্ডের। তবে এনি সিংহভাগটাই এসেছে আইপিএল থেকে। কার্যত বোর্ডের (BCCI) আয়ের ৫৯ শতাংশই এসেছে আইপিএলের মঞ্চ থেকে।
আইপিএলের বাইরে থেকেও বেশ অঙ্কের অর্থই এবার লাভ হয়েছে বিসিসিআইয়ের (BCCI)। আইসিসির থেকে পাওয়া অর্থের শেয়ার হিসাবে বোর্ড পেয়েছে ১০৪২ কোটি টাকা। শুধুমাত্র তাই আইপিএল ছাড়াও মিডিয়া রাইটসে বোর্ডের উপার্জন হয়েছে ৩৬১ কোটি টাকা। বোর্ডের এমন আর্থিক উপার্জন দেখে অনেকই কার্যত হতবাক হয়ে পড়েছে।
এই মরসুমেই আইপিএলের থেকে সবচেয়ে বেশি টাকা এসেছে। ২০০৭ সাল থেকে আইপিএল শুরু হওয়ার পর থেকেই বোর্ডের আয়ের অঙ্কটা ক্রমশ বাড়তে শুরু করেছিল। দিন যত এগোচ্ছে সেই অঙ্কটাও ক্রমশ বেড়েই চলেছে। অনেকেই বলতে শুরু করে দিয়েছেন যে আইপিএল এখন বিসিসিআইয়ের সোনার ডিম পাড়া হাঁস।
–
–
–
–
–
–
–
–
–
–
–