Sunday, November 2, 2025

মহম্মদ সামিকে(Mohammad Shami) রেখেই সম্ভাব্য দল ঘোষণা বাংলার (Bengal Cricket Team)। ভারতীয় দলে এই মুহূর্তে তিনি না থাকলেও শোনা যাচ্ছে বাংলার হয়ে এই মরসুমে নাকি তাঁকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী অগস্ট মাসেই রয়েছে দলীপ ট্রফি (Duleep Trophy)। সেখানেই নাকি পাওয়া যেতে পারে মহম্মদ সামিকে (Mohammad Shami)। বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লাও মহম্মদ সামিকে পাওয়ার ব্যপারে বেশ আশাবাদী। তাঁর মতে সামি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। বাংলার হয়ে তাঁকে পেতে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছেন তিনি।

সামনেই রয়েছে দলীপ ট্রফি। সেখানে ইস্টার্ন জোনের হয়ে এখনও পর্যন্ত মহম্মদ সামির (Mohammad Shami) খেলার কথা রয়েছে বলেই শোনা যাচ্ছে। অন্যদিকে আগামী সপ্তাহেই পরবর্তী মরসুমের জন্য প্রস্তুতি শুরু করবে বাংলা শিবির। সেখানে অবশ্য মহম্মদ সামিকে পাওয়া যাবে কিনা তা নিয়েই চলছে জোর জল্পনা। তবে বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা কিন্তু বেশ আশাবাদী সামিকে নিয়ে।

গতবারের মরসুম খুব একটা ভালো ভাবে যায়নি বাংলার। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া বঙ্গ ব্রিগেড। সেখানেই সম্ভাব্য দলে রাখা হয়েছে মহম্মদ সামি। এছাড়াও সেই দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমাররা। কিন্তু প্রশ্ন হল এই সামিকে পাওয়া যাবে কিনা। কারণ ভারত বনাম ইংল্যান্ড টেস্টেও তিনি খেলছেন না। কারণ একটাই সামি নাকি পুরোপুরি ফিট নন। তবে বাংলা টিম ম্যানেজমেন্ট কিন্তু বেশ আশাবাদী সামিকে এই মরসুমে পাওয়া নিয়ে।

Related articles

দমদমে গণধর্ষণ কাণ্ডে পুলিশের তৎপরতা, গ্রেফতার তিন অভিযুক্ত

দমদমে নাবালিকাকে গণধর্ষণের (Dumdum Gangrape case) ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে নজির গড়ল রাজ্য পুলিশ। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার...

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...
Exit mobile version