Wednesday, August 20, 2025

মহম্মদ সামিকে(Mohammad Shami) রেখেই সম্ভাব্য দল ঘোষণা বাংলার (Bengal Cricket Team)। ভারতীয় দলে এই মুহূর্তে তিনি না থাকলেও শোনা যাচ্ছে বাংলার হয়ে এই মরসুমে নাকি তাঁকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী অগস্ট মাসেই রয়েছে দলীপ ট্রফি (Duleep Trophy)। সেখানেই নাকি পাওয়া যেতে পারে মহম্মদ সামিকে (Mohammad Shami)। বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লাও মহম্মদ সামিকে পাওয়ার ব্যপারে বেশ আশাবাদী। তাঁর মতে সামি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। বাংলার হয়ে তাঁকে পেতে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছেন তিনি।

সামনেই রয়েছে দলীপ ট্রফি। সেখানে ইস্টার্ন জোনের হয়ে এখনও পর্যন্ত মহম্মদ সামির (Mohammad Shami) খেলার কথা রয়েছে বলেই শোনা যাচ্ছে। অন্যদিকে আগামী সপ্তাহেই পরবর্তী মরসুমের জন্য প্রস্তুতি শুরু করবে বাংলা শিবির। সেখানে অবশ্য মহম্মদ সামিকে পাওয়া যাবে কিনা তা নিয়েই চলছে জোর জল্পনা। তবে বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা কিন্তু বেশ আশাবাদী সামিকে নিয়ে।

গতবারের মরসুম খুব একটা ভালো ভাবে যায়নি বাংলার। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া বঙ্গ ব্রিগেড। সেখানেই সম্ভাব্য দলে রাখা হয়েছে মহম্মদ সামি। এছাড়াও সেই দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমাররা। কিন্তু প্রশ্ন হল এই সামিকে পাওয়া যাবে কিনা। কারণ ভারত বনাম ইংল্যান্ড টেস্টেও তিনি খেলছেন না। কারণ একটাই সামি নাকি পুরোপুরি ফিট নন। তবে বাংলা টিম ম্যানেজমেন্ট কিন্তু বেশ আশাবাদী সামিকে এই মরসুমে পাওয়া নিয়ে।

Related articles

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়ের। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে...

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...
Exit mobile version