Sunday, August 24, 2025

অভিজিৎ সরকার হত্যা মামলা: ৬ জনের জামিন, জেল হেফাজতে ৪

Date:

Share post:

বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় শুক্রবার জামিন পেলেন ছয় অভিযুক্ত। সেই সঙ্গে জেল হেফাজতের (judicial custody) নির্দেশ দেওয়া হল তৎকালীন নারকেলডাঙা থানার (Narkeldanga police station) ওসি ও এসআই-কে। সেই সঙ্গে জেল হেফাজত হল হোমগার্ড দীপঙ্কর দেবনাথ ও আরেক অভিযুক্ত সুজাতা দে-র।

শুক্রবার বিচারভবনে (City Session Court) সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলার শুনানি ছিল। চার্জশিটে নাম থাকা অভিযুক্তরা এদিন আদালতে হাজিরা দেন। এদিন দশ অভিযুক্ত জামিনের আবেদন করা হয়। ছয়জনকে শর্তসাপেক্ষ জামিন দেন আদালত। বাকি চারজনের জামিন আর্জি খারিজ করা হয়। ৩১ জুলাই পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

এই মামলায় সিবিআইয়ের (CBI) অতিরিক্ত চার্জশিটে নাম থাকা বেলেঘাটার বিধায়ক পরেশ পাল-সহ দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ আগাম জামিনের আর্জি নিয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আগামী ১ আগস্ট হাইকোর্ট থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নিম্ন আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগের মামলার কোনও শুনানি হবে না। ৪ জুলাই এই মামলার শুনানিতে বিচারক সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে কার্যত ভর্ৎসনা করেছিলেন। চার্জশিটে অভিযুক্ত তালিকায় নাম থাকা ১৮ জনকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

আদালতের নির্দেশ মতো এদিন কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এসি (তৎকালীন ওসি নারকেলডাঙা) শুভজিৎ সেন , তৎকালীন এসআই রত্না সরকার হাজিরা দেন আদালতে। ২০২১ সালে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় সময় নারকেলডাঙা থানায় (Narkeldanga police station) তৎকালীন ওসি ছিলেন শুভজিৎবাবু।  পরে তিনি পদোন্নতি পেয়ে এসি হন। রত্না সরকারও তৎকালীন এসআই ছিলেন। এদিন অভিযুক্ত তৎকালীন ওসি-র আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে গত চার বছরে কোনও প্রভাব খাটানোর অভিযোগ সামনে আসেনি।

আরও পড়ুন: ধর্মীয় স্বাধীনতায় লাগাম! মহারাষ্ট্রে বেছে বেছে জাতি শংসাপত্র

পাল্টা বিচারকের পর্যবেক্ষণ, দেরিতে চার্জশিট দেওয়া কি প্রভাব খাটানোর ফসল নয়। ওই মামলার তদন্তকারী অফিসার (আইও)-কে না জানিয়ে ওই পুলিশকর্তা নিহত অভিজিতের মায়ের সঙ্গে কেন সাক্ষাৎ করেছিলেন, সে প্রশ্নও তোলেন বিচারক।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...