Wednesday, November 26, 2025

২১ শে জুলাইয়ের প্রস্তুতি: শহর ঘুরে দেখলেন পুলিশ কমিশনার

Date:

Share post:

মাঝে মাত্র একটি দিন। সোমবার একুশে জুলাই শহীদ তর্পণ। তার আগে শনিবার কলকাতার নিরাপত্তা খতিয়ে দেখতে শহর ঘুরে দেখলেন সিপি মনোজ ভর্মা (Manoj Verma, CP)। সকাল ১১ টা নাগাদ বাসভবন থেকে বেরিয়ে পার্ক সার্কাস থেকে মা ফ্লাইওভার ধরে সায়েন্সিটি। সেখান থেকে বাইপাস ধরে পাটুলিতে ছোট বৈঠক। তারপর ঢালাই ব্রিজ থেকে ইউটার্ন, অভিষিক্তা মোড় হয়ে বেহালা জোকা পর্যন্ত পরিদর্শন।

শনিবার সাংবাদিকদের একুশে জুলাই প্রসঙ্গে সিপি জানান, “আপনারা সবাই জানেন একুশে জুলাই একটা বড় পলিটিক্যাল প্রোগ্রাম আছে। তার অ্যারেঞ্জমেন্ট কেমন রয়েছে, সেটাই দেখছি। আমাদের সীমান্ত এলাকা যেগুলো রয়েছে বারুইপুরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি ওদের কী ভিউ পয়েন্ট আছে ম্যান ম্যানেজমেন্ট সহ। আজকে সাউথের দিকে এসেছি বারুইপুর এসপি (SP, Baruipur PD) এসেছেন ভিসি ট্রাফিক সি পি থ্রি সকলেই আছেন। স্থানীয় রাজনৈতিক লোকজনও এসেছেন।”

আদালতের নির্দেশ নিয়ে সিপি জানিয়েছেন, “আদালত (Calcutta High Court) নির্দেশ দিয়েছেন, সেগুলো কী কী পয়েন্ট আছে, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে দেখা হচ্ছে। সেগুলি কীভাবে পালন করা হবে দেখা হচ্ছে। আদালতের নির্দেশ যাতে কমপ্লাই হয় তা দেখা হচ্ছে। আমরা আশা রাখছি সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পন্ন হবে এবং আদালতের যে নির্দেশ রয়েছে সেটাও পালন করা হবে।”

আরও পড়ুন: অসমে বাঙালি বিদ্বেষ সব মাত্রা ছাড়িয়েছে: প্রতিরোধের বার্তা মমতার

কী কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে মনোজ ভার্মা জানিয়েছেন,”আমরা ম্যানপাওয়ার থেকে শুরু করে নজরদারি রাখবো। আরও অনেক পদক্ষেপ সেগুলি এখানে আমরা বলছি না, সেগুলো আমরা স্টেপস নেব। এ সত্ত্বেও যদি কারো কোনো অসুবিধা হয় আমরা হেল্পলাইন নম্বর (helpline number) দিচ্ছি, তাতেও পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। তিনটে নম্বর আছে, একটা টোল ফ্রি নম্বর আছে ১০৭৩, এছাড়াও দুটো মোবাইল নম্বর ৯৮৩০৮ ১১ ১১১ এবং ৯৮৩০০ ১০০০০ এটা আমি ডিসি ট্রাফিককে বলেছি ওয়াইড পাবলিক সার্কুলেশনের জন্য। যাতে সকলে এই নম্বর জানতে পারে। কেউ কোন অসুবিধা হলে এই নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

spot_img

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...