ডিভিসি-র জলছাড়া – নিম্নচাপের আশঙ্কায় জরুরি বৈঠক নবান্নে, পরিস্থিতি মোকাবিলায় তৎপর রাজ্য

Date:

Share post:

ডিভিসি-র লাগাতার জলছাড়া এবং আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী নতুন করে নিম্নচাপের সম্ভাবনার প্রেক্ষিতে ফের জরুরি বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় নবান্নে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের রূপরেখা নির্ধারিত হয়।

ডিভিসি-র পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে শনিবার যথাক্রমে প্রায় ৩০ হাজার ও ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে ইতিমধ্যেই বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রামের একাধিক নিচু এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি, ২৩ বা ২৪ জুলাই থেকে ফের নিম্নচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা।

এই প্রেক্ষিতে মুখ্যসচিবের নেতৃত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরা, কৃষি, সেচ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবরা। বৈঠকে প্রতিটি জেলা প্রশাসনকে আগাম সতর্কতা, ত্রাণসামগ্রী মজুত, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া এবং ব্লকস্তরে নিরবিচ্ছিন্ন মনিটরিংয়ের বিষয়ে নির্দেশ দেওয়া হয়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিম্নচাপের জেরে অতিরিক্ত বৃষ্টি হলে যাতে নতুন করে বিপর্যয় না ঘটে, তার জন্য কড়া নজরদারি বজায় রাখার পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থাও গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। পরিস্থিতির উপর নবান্নের তরফে লাগাতার নজর রাখা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন – আরব সাগরে নজরদারির নয়া কৌশল, লাক্ষাদ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করছে ভারত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হিডকোর নতুন চেয়ারপার্সন চন্দ্রিমা, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ হিডকো-র নতুন চেয়ারপারসন হলেন অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । মঙ্গলবার নবান্ন...

EPIC কার্ডকেও SIR-এর অন্তর্ভুক্ত করা উচিত: দাবি মমতার

“আমি মনে করি EPIC কার্ডকেও (SIR-এর) অন্তর্ভুক্ত করা উচিত। ভোটার কার্ড একটি পরিচয়পত্র এবং আধার কার্ডকে অন্তর্ভুক্ত করা...

নেপাল পরিস্থিতিতে সতর্ক বাংলার প্রশাসন: কড়া বার্তা ডিজি রাজীব কুমারের

নেপালে কোনও দুর্ঘটনা বা অশান্তি হলে সব সময়ই তার আঁচ প্রতিবেশী রাজ্য বাংলার উপর পড়ে। সোমবার থেকে নেপালে...

বিজেপি দু-মুখো সাপ! দুর্গাপুজো নিয়ে মোদি-শাহের দ্বিচারিতার পর্দাফাঁস তৃণমূলের

আর কত ভণ্ডামি করবে বিজেপি! বাংলার দুর্গাপুজো (Durga Puja) নিয়ে বিজেপির দ্বিচারিতার মুখোশ এবার খসে পড়ল। বাংলাকে অপমান...