Tuesday, November 11, 2025

রোহিঙ্গা নিয়ে বিরোধী দলনেতার প্রবল মিথ্যাচার: তথ্য তুলে ফাঁস তৃণমূলের

Date:

এ যেন গল্পের গরু গাছে চড়া! বাংলায় নাকি ৭০ লক্ষ রোহিঙ্গা! নির্বাচন কমিশনে ও বাংলার মানুষের সামনে ক্রমাগত এইসব মিথ্যে তথ্য প্রচার করছেন রাজ্যের কাণ্ডজ্ঞানহীন বিরোধী দলনেতা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক ও রাষ্ট্রসংঘের পরিসংখ্যানেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সেই মিথ্যাচারের বেলুন চুপসে গিয়েছে। বৃহস্পতিবারই তাঁর এই কুৎসাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, এত রোহিঙ্গা যদি বাংলায় থাকে তাহলে তাদের ঠিকানা দিন! মুখ্যমন্ত্রীর এই চ্যালেঞ্জের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) রিপোর্টেও কার্যত শুভেন্দুর মুখে চুনকালি পড়েছে।

বাংলায় ১,০০০-১,২০০ রোহিঙ্গা
অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) দেওয়া পরিসংখ্যান বলছে, ভারতে আনুমানিক ৪০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আর বিরোধী দলনতো (LoP) বলছেন, শুধু বাংলাতেই নাকি ৭০ লক্ষ রোহিঙ্গা (Rohinga)! স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য বলছে, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অধিকাংশই দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, তেলেঙ্গানায় বসবাস করে। ৪০ হাজারের মধ্যে বাংলায় রয়েছে মাত্র ১০০০ থেকে ১২০০ রোহিঙ্গা। তার মধ্যেও অনেকে রাষ্ট্রসংঘের রেজিস্টার্ড শরণার্থী।

বিশ্বে ১০ লক্ষ রোহিঙ্গা, তার মধ্যে ৯ লক্ষই বাংলাদেশে
আবার রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, গোটা বিশ্বে বর্তমানে রোহিঙ্গা রয়েছে প্রায় ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ। তার মধ্যে ৯ লক্ষেরও কিছু বেশি রোহিঙ্গা রয়েছে বাংলাদেশের কক্সবাজার ও তার সংলগ্ন এলাকার উদ্বাস্তু শিবিরে। অর্থাৎ বাকি থেকে যায় একলক্ষেরও কম। এক্ষেত্রে গোটা বিশ্বেই যেখানে রোহিঙ্গা (Rohinga) সম্প্রদায়ের ১০ লক্ষ মানুষ টিকে আছে, সেখানে কোন মুখে বাংলায় ৭০ লক্ষ রোহিঙ্গার কথা বলেন বিরোধী দলনেতা?

আরও পড়ুন: অধ্যক্ষের ঘরে বসে ছাত্রীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র প্লট! প্রকাশ্যে ওড়িশার ভিডিও

রোহিঙ্গারা মায়ানমারের, বাংলায় কথা বলবে কী করে?
মূলত মায়ানমারের রাখাইন প্রদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষই রোহিঙ্গা জনজাতিভুক্ত। নাগরিক অধিকার ও নিরাপত্তার অভাবে বহু বছর ধরে এই রোহিঙ্গারা দেশছাড়া। আর এই রোহিঙ্গাদের মাতৃভাষাও রোহিঙ্গা ভাষা নামেই পরিচিত। সেই ভাষার সঙ্গে বাংলা ভাষার কোনও সম্পর্কই নেই। শুভেন্দু অধিকারী অথবা রাজ্য বিজেপির নেতাদের যে ভাষা সম্পর্কে ন্যূনতম জ্ঞানও নেই, সেটা তাঁদের অভাব-অভিযোগেই স্পষ্ট।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version