Monday, August 25, 2025

এ যেন গল্পের গরু গাছে চড়া! বাংলায় নাকি ৭০ লক্ষ রোহিঙ্গা! নির্বাচন কমিশনে ও বাংলার মানুষের সামনে ক্রমাগত এইসব মিথ্যে তথ্য প্রচার করছেন রাজ্যের কাণ্ডজ্ঞানহীন বিরোধী দলনেতা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক ও রাষ্ট্রসংঘের পরিসংখ্যানেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সেই মিথ্যাচারের বেলুন চুপসে গিয়েছে। বৃহস্পতিবারই তাঁর এই কুৎসাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, এত রোহিঙ্গা যদি বাংলায় থাকে তাহলে তাদের ঠিকানা দিন! মুখ্যমন্ত্রীর এই চ্যালেঞ্জের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) রিপোর্টেও কার্যত শুভেন্দুর মুখে চুনকালি পড়েছে।

বাংলায় ১,০০০-১,২০০ রোহিঙ্গা
অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) দেওয়া পরিসংখ্যান বলছে, ভারতে আনুমানিক ৪০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আর বিরোধী দলনতো (LoP) বলছেন, শুধু বাংলাতেই নাকি ৭০ লক্ষ রোহিঙ্গা (Rohinga)! স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য বলছে, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অধিকাংশই দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, তেলেঙ্গানায় বসবাস করে। ৪০ হাজারের মধ্যে বাংলায় রয়েছে মাত্র ১০০০ থেকে ১২০০ রোহিঙ্গা। তার মধ্যেও অনেকে রাষ্ট্রসংঘের রেজিস্টার্ড শরণার্থী।

বিশ্বে ১০ লক্ষ রোহিঙ্গা, তার মধ্যে ৯ লক্ষই বাংলাদেশে
আবার রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, গোটা বিশ্বে বর্তমানে রোহিঙ্গা রয়েছে প্রায় ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ। তার মধ্যে ৯ লক্ষেরও কিছু বেশি রোহিঙ্গা রয়েছে বাংলাদেশের কক্সবাজার ও তার সংলগ্ন এলাকার উদ্বাস্তু শিবিরে। অর্থাৎ বাকি থেকে যায় একলক্ষেরও কম। এক্ষেত্রে গোটা বিশ্বেই যেখানে রোহিঙ্গা (Rohinga) সম্প্রদায়ের ১০ লক্ষ মানুষ টিকে আছে, সেখানে কোন মুখে বাংলায় ৭০ লক্ষ রোহিঙ্গার কথা বলেন বিরোধী দলনেতা?

আরও পড়ুন: অধ্যক্ষের ঘরে বসে ছাত্রীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র প্লট! প্রকাশ্যে ওড়িশার ভিডিও

রোহিঙ্গারা মায়ানমারের, বাংলায় কথা বলবে কী করে?
মূলত মায়ানমারের রাখাইন প্রদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষই রোহিঙ্গা জনজাতিভুক্ত। নাগরিক অধিকার ও নিরাপত্তার অভাবে বহু বছর ধরে এই রোহিঙ্গারা দেশছাড়া। আর এই রোহিঙ্গাদের মাতৃভাষাও রোহিঙ্গা ভাষা নামেই পরিচিত। সেই ভাষার সঙ্গে বাংলা ভাষার কোনও সম্পর্কই নেই। শুভেন্দু অধিকারী অথবা রাজ্য বিজেপির নেতাদের যে ভাষা সম্পর্কে ন্যূনতম জ্ঞানও নেই, সেটা তাঁদের অভাব-অভিযোগেই স্পষ্ট।

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version