Friday, November 7, 2025

শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ, আগামী দুমাস বন্ধ সব কাজ

Date:

বলিউড বাদশার (SRK) অনুরাগীদের জন্য খারাপ খবর। অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। বলিউডের রোমান্টিক আইকনের আঘাত এতটাই গুরুতর যে আগামী দুমাস তিনি কোনও শ্যুট করতে পারবেন না বলে মনে করা হচ্ছে। পাঠান, জওয়ানের সাফল্যের পর শাহরুখ ফ্যানেরা মুখিয়ে আছে প্রিয় তারকার পরবর্তী ছবি ‘কিং’-এর (King) জন্য। কিন্তু বাজিগরের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই ছবিতে অ্যাকশন করতে গিয়ে বেকায়দায় শাহরুখ (SRK) এতটাই চোট পেয়েছেন যে চিকিৎসার জন্য আপাতত লন্ডনে উড়ে যেতে হয়েছে তাঁকে।

বয়সকে তুড়ি মেরে অ্যাকশন থেকে রোমান্স সবেতেই নিজের সেরা পারফরমেন্স উজাড় করে দেন। যে প্রজেক্টে হাত দেন তার সঙ্গে একাত্ম হয়ে যান এসআরকে। ‘কিং’ সুপারস্টারের ড্রিম প্রজেক্ট। এই ছবির সঙ্গে জড়িয়ে আছে তাঁর মেয়ে সুহানার ক্যারিয়ারও। ঘোষণার পর থেকেই সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর। কিন্তু এসবের মাঝে বলিউডের ‘জওয়ান’ খানের দুর্ঘটনার খবরে মন খারাপ অনুরাগীদের।ঘনিষ্ঠ সূত্রে খবর, শরীরের ঠিক কোন অংশে চোট পেয়েছেন বাদশা, সেটা নির্মাতারা খুলে বলতে চাইছেন না। তবে পেশীতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। এর আগেও বারবার পিঠের সমস্যা শাহরুখকে ভুগিয়েছে। তাই আর কোনও ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা। আগামী দুমাস ‘মন্নত’ মালিককে তাই শ্যুটিং না করার পরামর্শ দেয়া হয়েছে। অগত্যা পিছিয়ে গিয়েছে এই পর্বের শিডিউলও। কিং খানের টিমের তরফে কোনও বিবৃতি না দেওয়া হলেও মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে হয়তো সেপ্টেম্বরে শেষের দিকে আবার কাজে ফিরবেন সুপারস্টার। ‘পাঠান’ তারকার সুস্থতা কামনা অনুরাগীদের।

 

Related articles

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...
Exit mobile version