Saturday, August 23, 2025

শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ, আগামী দুমাস বন্ধ সব কাজ

Date:

বলিউড বাদশার (SRK) অনুরাগীদের জন্য খারাপ খবর। অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। বলিউডের রোমান্টিক আইকনের আঘাত এতটাই গুরুতর যে আগামী দুমাস তিনি কোনও শ্যুট করতে পারবেন না বলে মনে করা হচ্ছে। পাঠান, জওয়ানের সাফল্যের পর শাহরুখ ফ্যানেরা মুখিয়ে আছে প্রিয় তারকার পরবর্তী ছবি ‘কিং’-এর (King) জন্য। কিন্তু বাজিগরের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই ছবিতে অ্যাকশন করতে গিয়ে বেকায়দায় শাহরুখ (SRK) এতটাই চোট পেয়েছেন যে চিকিৎসার জন্য আপাতত লন্ডনে উড়ে যেতে হয়েছে তাঁকে।

বয়সকে তুড়ি মেরে অ্যাকশন থেকে রোমান্স সবেতেই নিজের সেরা পারফরমেন্স উজাড় করে দেন। যে প্রজেক্টে হাত দেন তার সঙ্গে একাত্ম হয়ে যান এসআরকে। ‘কিং’ সুপারস্টারের ড্রিম প্রজেক্ট। এই ছবির সঙ্গে জড়িয়ে আছে তাঁর মেয়ে সুহানার ক্যারিয়ারও। ঘোষণার পর থেকেই সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর। কিন্তু এসবের মাঝে বলিউডের ‘জওয়ান’ খানের দুর্ঘটনার খবরে মন খারাপ অনুরাগীদের।ঘনিষ্ঠ সূত্রে খবর, শরীরের ঠিক কোন অংশে চোট পেয়েছেন বাদশা, সেটা নির্মাতারা খুলে বলতে চাইছেন না। তবে পেশীতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। এর আগেও বারবার পিঠের সমস্যা শাহরুখকে ভুগিয়েছে। তাই আর কোনও ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা। আগামী দুমাস ‘মন্নত’ মালিককে তাই শ্যুটিং না করার পরামর্শ দেয়া হয়েছে। অগত্যা পিছিয়ে গিয়েছে এই পর্বের শিডিউলও। কিং খানের টিমের তরফে কোনও বিবৃতি না দেওয়া হলেও মনে করা হচ্ছে সব ঠিকঠাক থাকলে হয়তো সেপ্টেম্বরে শেষের দিকে আবার কাজে ফিরবেন সুপারস্টার। ‘পাঠান’ তারকার সুস্থতা কামনা অনুরাগীদের।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version