Sunday, November 9, 2025

মোদির সভার জেরে দুর্গাপুরে স্টেডিয়ামের শোচনীয় হাল, ধান পুঁতে প্রতিবাদ তৃণমূল বিধায়কের

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার পরে শোচনীয় অবস্থা দুর্গাপুরের (Durgapur) ঐতিহ্যবাহী নেহরু স্টেডিয়ামের (Neheru Stadium)। শুক্রবার নেহরু স্টেডিয়ামে দুটি সভায় করেন মোদি। একটি সরকারি সভা, অন্যটি রাজনৈতিক। আর তার জেরে স্টেডিয়ামের একেবারে বেহাল দশা। জলকাদায় পরিপূর্ণ ওই স্টেডিয়াম দেখলে বোঝা দায় যে এই মাঠে আন্তর্জাতিক মানের খেলা হয়। ধানের চারা পুঁত তার প্রতিবাদ করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের (TMC) সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী (MLA Narendranath Chakraborty)।

অ্যাথলেটিকসের ৪০০ মিটার বিশেষ ট্র্যাক আছে দুর্গাপুরের (Durgapur) নেহরু স্টেডিয়ামের। ক্রিকেট খেলার পিচ রয়েছে। একসময়, এয়ারলাইন্স কাপ ফুটবল প্রতিযোগিতা হত। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল এখানে প্রদর্শনী ম্যাচ খেলেছে। ইন্টার স্টিল ফুটবল, ক্রিকেট প্রতিযোগিতা হত। ক্যামেরুনের বিশ্বকাপার রজার মিল্লাও এসেছিলেন ওই মাঠে। সেই মাঠের ঘাস, মাটি তুলে বালি, পাথর ফেলে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ ও হ্যাঙ্গার। মাঠের জলনিকাশি ব্যবস্থার দফারফা করে তৈরি মসৃণ পথ। শুধুমাত্র জনসভা আয়োজনের জন্য সাতদিন ধরে দক্ষযজ্ঞ চলেছে এই মাঠে। এখন মাঠের যা পরিস্থিতি, তাতে মাঠকে আগের চেহারায় ফেরাতে বছরখানেক লাগবে বলে মনে করছে ক্রীড়া মহল।

দুর্গাপুরের মানুষের সম্মানের সঙ্গে জড়িত ঐতিহ্যবাহী স্টেডিয়ামের এই হালের প্রতিবাদ জানিয়ে মাঠে ধান রোপণ করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানান, দুর্গাপুরের সংস্কৃতি, দুর্গাপুরের ঐতিহ্যবাহী স্টেডিয়াম নেহরু স্টেডিয়াম। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান অবিলম্বে যদি নেহরু স্টেডিয়াম ঠিকঠাক না হয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
আরও খবরবিজেপি-র ‘উন্নয়নের মডেল’ ওড়িশায় রাস্তায় নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টা! নারী সুরক্ষা নিয়ে নিশানা তৃণমূলের

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version