Tuesday, November 4, 2025

গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে করুণাময়ী: কর্মীদের ব্যবস্থাপনার তদারকিতে অভিষেক

Date:

একুশে জুলাইয়ের বার্তা শুনতে কোচবিহার থেকে কাকদ্বীপ উজাড় করে তৃণমূল কর্মী সমর্থকদের ঢল শহর কলকাতায়। তাঁদের সুষ্ঠুভাবে থাকা ও সোমবার সকালে ধর্মতলায় শহিদ তর্পণ অনুষ্ঠানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে শীর্ষ নেতৃত্ব। শহরের নির্দিষ্ট কেন্দ্রগুলিতে দূর দূরান্ত থেকে আসা কর্মীদের থাকার ব্যবস্থা হয়েছে। প্রতিবছর যেভাবে সেইসব কেন্দ্রে কর্মীদের দেখাশোনা সরেজমিনে করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), এবারও তার ব্যতিক্রম হল না। গীতাঞ্জলি স্টেডিয়াম (Gitanjali Stadium) থেকে সেন্ট্রাল পার্ক (Central Park) সর্বত্রই নিজে তদারকি করলেন ব্যবস্থাপনা।

শহিদ সমাবেশের আগের সন্ধ্যায় গীতাঞ্জলি স্টেডিয়ামে (Gitanjali Stadium) দক্ষিণের জেলাগুলি থেকে আগত কর্মীদের থাকা ও খাবার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ব্যবস্থাপনা পরিচালনার তদারকির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় উজ্জীবিত করলেন তৃণমূল স্তরের কর্মীদের। গীতাঞ্জলি স্টেডিয়ামে তাঁকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনা বুঝিয়ে দিল সোমবার ফের এই শক্তির প্রকাশ হবে ধর্মতলায়। অভিষেক সেখানে ঘুরে দেখেন কর্মীদের জন্য প্রস্তুত মেডিকেল ক্যাম্পও।

আরও পড়ুন: গ্যাংস্টার চন্দন মিশ্র খুনে গ্রেফতার ৫, রাজ্য পুলিশকে ধন্যবাদ বিহার এসটিএফের

গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে সোজা সল্টলেকের সেন্ট্রাল পার্ক চলে যান অভিষেক। সেখানে মূলত উত্তরবঙ্গ থেকে আসা কর্মীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা হয়েছে। নিজে ঘুরে এসেই ব্যবস্থাপনা তদারকি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুরনিগমে মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version