Wednesday, November 5, 2025

সোমে শহিদ সমাবেশে উত্তম ব্রজবাসি: জানাবেন হেনস্থার বিরুদ্ধে লড়াইয়ের কথা

Date:

Share post:

ভিন রাজ্যে বঞ্চনার শিকার বাঙালিদের প্রতীক কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসি। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও, তাঁকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হয়েছে অসমে। সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে কোচবিহারের স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন কোনওভাবে হয়রানির শিকার না হতে হয়, সেই দিকে নজর রাখতে। বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপির সাম্প্রদায়িক শক্তির হাতে রাজ্যের মানুষের যে হেনস্থা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন একমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর নির্বাচনের আগে একুশে জুলাইয়ের (Ekushe July) মঞ্চ থেকে রাজ্যের মানুষের জন্য যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, তার একটা অংশ বাংলার মানুষের সম্মান রক্ষার জন্য যে থাকবে তা বলা বাহুল্য। সেই মঞ্চেই এবার অসম সরকারের কোপের মুখে আশঙ্কার জীবনের মধ্যে চলে আসা উত্তর কুমার ব্রজবাসী (Uttam Kumar Brajabashi)।

রাজ্যের বিজেপি নেতারা বারবার প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন রোহিঙ্গা (Rohinga) ও বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকাতে দেশের রাজ্যে রাজ্যে বাঙালিদের বিতাড়নের কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র বাংলায় এসেই অনুপ্রবেশ ইস্যুতে সরব, যেখানে বিহার থেকে ত্রিপুরা সর্বত্র প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ বিএসএফ (BSF)। যা প্রমাণিত রাজ্যগুলির গ্রেফতারির খাতা থেকে নির্বাচন কমিশনের হিসাবে। তার পরেও শুধুমাত্র বাঙালি বিদ্বেষ থেকেই যে কেন্দ্রের সরকার ও তার ডবল ইঞ্জিন সরকারগুলি রাজ্যে রাজ্যে বাঙালিদের হেনস্থা করে চলেছে তার উজ্জ্বল উদাহরণ উত্তম কুমার ব্রজবাসি।

জন্মসূত্রে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসি জানুয়ারি মাসে অসমের ফরেনার্স ট্রাইবুনাল কোর্ট (Foreigners Tribunal Court) থেকে একটি নোটিশ পান বিনা পরিচয়পত্রে অসমে যাওয়ার অভিযোগে। ১৫ জুলাইয়ের মধ্যে তাঁকে অসমের ওই বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। তাঁর পরিবার যে কোনও এক সময়ে অসমের (Assam) বাসিন্দা ছিল, সেই প্রমাণ এখন তিনি কোথা থেকে জোগাড় করবেন তা নিয়েই দুশ্চিন্তায় পড়ে যান তিনি। এরপরই তাঁর পাশে দাঁড়ায় রাজ্যের শাসকদল ও প্রশাসন।

সেই উত্তম ব্রজবাসি রাজ্যের শাসকদলের সমর্থনে আস্থা প্রকাশ করে এবার শহিদ স্মরণ মঞ্চে। রবিবার সকালেই ট্রেনে তৃণমূলের কোচবিহার জেলার কর্মী সমর্থকদের সঙ্গে তিনি পৌঁছে গিয়েছেন উত্তম কুমার। তিনি নিজের পরিস্থিতি সম্পর্কে জানান। সেই সঙ্গে জানান এই যন্ত্রণার কথা কলকাতায় এসে তুলে ধরতেই তিনি শহিদ স্মরণের অনুষ্ঠানে। শ্রদ্ধা জানাবেন শহিদদের।

আরও পড়ুন: রাজ্যের তথ্য প্রযুক্তির স্বীকৃতি জাতীয় সংবাদ মাধ্যমে: সন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কোচবিহারের দিনহাটার বাসিন্দার সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে তৃণমূলের তরফ থেকে জানানো হয়, ২১শে জুলাই (Ekushe July) কলকাতা বুকে শহিদদের শ্রদ্ধা জানাতে তিনি প্রস্তুত। সেই সঙ্গে কেন্দ্রের সরকারকে বার্তা দেবেন, তোমরা নোটিশ পাঠাতে পারো, কিন্তু বাদ দিতে পারবে না আমাদের নাম। তোমরা আমায় ঘর থেকে উৎখাত করতে পারবে না। তোমার নতুন করে ইতিহাসকে লিখতে পারবে না।

spot_img

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...