Tuesday, November 4, 2025

শুভেন্দুর পাল্টা! দিলীপের খড়গপুরের শহিদ স্মরণকে খোঁচা তৃণমূলের

Date:

দিলীপ ঘোষের বিজেপিতে বর্তমান অবস্থান কী? খবরে ভেসে থাকা দিলীপ প্রতিদিন যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তার খানিকটা স্পষ্ট করল তার দলই। যে খড়গপুর (Kharagpur) কেন্দ্র থেকে দিলীপকে সরিয়ে দুর্গাপুরে প্রার্থী করে লোকসভা নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছিল, সেই খড়গপুরে ফের কর্মসূচির দায়িত্বে দিলীপ। রাজ্য নেতৃ্ত্বে এটাই দিলীপের জবাব তাঁর বিরোধীদের। যদিও মুখে সে কথা বলা বারণ। তাই তৃণমূলকে শিখণ্ডি করে শহিদ স্মরণের ঘোষণা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। অন্যদিকে, প্রকৃত শহিদদের ভুলে তৃণমূলের শহিদ তর্পণকে খাটো করে দেখাতে বিরোধী দলনেতা যে নক্কারজনক পন্থা নিয়েছে তাকে কটাক্ষ তৃণমূলের।

বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের পরে মুখে কুলুপ পড়েছে দিলীপ ঘোষের। তবে দলীয় দায়িত্বে ফিরেছেন তিনি। সোমবার তিনি খড়গপুরে বিজেপির শহিদদের নামে তর্পণ করার কর্মসূচি রেখেছেন। আখেরে তা যে শুভেন্দু অধিকারিকে (Suvendu Adhikari) পাল্টা জবাব দিতে তা স্পষ্ট করে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দিলীপ ঘোষের কর্মসূচি বিতর্কে কুণালের জবাব, দিলীপ ঘোষের কহিঁপে নিগাহে কহিঁপে নিশানা। দিলীপ বাবুর রাগ শুভেন্দুবাবু, সুকান্তবাবুর জন্য। ওনাকে দেখাতে হবে উনি কাজ করছেন। কিন্তু ওনার মনের মধ্যে রাগ সুকান্ত-শুভেন্দুদের (Sukanta Majumder, Suvendu Adhikari) উপর। তাই কহিঁপে নিগাহে কহিঁপে নিশানা করে উনি তৃণমূলের নামটা ছুঁয়ে যান।

তার কারণ হিসাবে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবিও স্পষ্ট করে দেন কুণাল। তিনি বলেন, বুঝতে হবে ওনাকে সরিয়েছে যারা, সেই সুকান্ত (Sukanta Majumder), শুভেন্দুর (Suvendu Adhikari) জন্য উনি রাজ্য সভাপতির পদ হারিয়েছেন। সর্বভারতীয় সহ সভাপতি – সরিয়ে দিয়েছে। যেখানকার সাংসদ সেখান থেকে সরিয়ে দিয়ে হারিয়ে দিয়েছে। দলের বিরুদ্ধে বললে ডাক পাচ্ছে না।

আরও পড়ুন: গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে করুণাময়ী: কর্মীদের ব্যবস্থাপনার তদারকিতে অভিষেক

বাস্তবে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কে বড় তার প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবারই উত্তরবঙ্গে শহিদ স্মরণ অনুষ্ঠান করবেন বিরোধী দলনেতা। তৃণমূলের শহিদ তর্পণকে হাইজ্যাক করার মধ্যে দিয়ে শুভেন্দুর খবরে ভেসে থাকাকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, কেন্দ্রের বিরুদ্ধে ওঠা প্রশ্ন গুলোর উত্তর ওনার কাছে নেই। তাই এসব করা। শহিদ তর্পণের যদি কেউ পাল্টা কর্মসূচি দেখে তার মানে তারা শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version