Wednesday, August 20, 2025

শুভেন্দুর পাল্টা! দিলীপের খড়গপুরের শহিদ স্মরণকে খোঁচা তৃণমূলের

Date:

দিলীপ ঘোষের বিজেপিতে বর্তমান অবস্থান কী? খবরে ভেসে থাকা দিলীপ প্রতিদিন যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তার খানিকটা স্পষ্ট করল তার দলই। যে খড়গপুর (Kharagpur) কেন্দ্র থেকে দিলীপকে সরিয়ে দুর্গাপুরে প্রার্থী করে লোকসভা নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছিল, সেই খড়গপুরে ফের কর্মসূচির দায়িত্বে দিলীপ। রাজ্য নেতৃ্ত্বে এটাই দিলীপের জবাব তাঁর বিরোধীদের। যদিও মুখে সে কথা বলা বারণ। তাই তৃণমূলকে শিখণ্ডি করে শহিদ স্মরণের ঘোষণা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। অন্যদিকে, প্রকৃত শহিদদের ভুলে তৃণমূলের শহিদ তর্পণকে খাটো করে দেখাতে বিরোধী দলনেতা যে নক্কারজনক পন্থা নিয়েছে তাকে কটাক্ষ তৃণমূলের।

বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের পরে মুখে কুলুপ পড়েছে দিলীপ ঘোষের। তবে দলীয় দায়িত্বে ফিরেছেন তিনি। সোমবার তিনি খড়গপুরে বিজেপির শহিদদের নামে তর্পণ করার কর্মসূচি রেখেছেন। আখেরে তা যে শুভেন্দু অধিকারিকে (Suvendu Adhikari) পাল্টা জবাব দিতে তা স্পষ্ট করে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দিলীপ ঘোষের কর্মসূচি বিতর্কে কুণালের জবাব, দিলীপ ঘোষের কহিঁপে নিগাহে কহিঁপে নিশানা। দিলীপ বাবুর রাগ শুভেন্দুবাবু, সুকান্তবাবুর জন্য। ওনাকে দেখাতে হবে উনি কাজ করছেন। কিন্তু ওনার মনের মধ্যে রাগ সুকান্ত-শুভেন্দুদের (Sukanta Majumder, Suvendu Adhikari) উপর। তাই কহিঁপে নিগাহে কহিঁপে নিশানা করে উনি তৃণমূলের নামটা ছুঁয়ে যান।

তার কারণ হিসাবে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ছবিও স্পষ্ট করে দেন কুণাল। তিনি বলেন, বুঝতে হবে ওনাকে সরিয়েছে যারা, সেই সুকান্ত (Sukanta Majumder), শুভেন্দুর (Suvendu Adhikari) জন্য উনি রাজ্য সভাপতির পদ হারিয়েছেন। সর্বভারতীয় সহ সভাপতি – সরিয়ে দিয়েছে। যেখানকার সাংসদ সেখান থেকে সরিয়ে দিয়ে হারিয়ে দিয়েছে। দলের বিরুদ্ধে বললে ডাক পাচ্ছে না।

আরও পড়ুন: গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে করুণাময়ী: কর্মীদের ব্যবস্থাপনার তদারকিতে অভিষেক

বাস্তবে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কে বড় তার প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবারই উত্তরবঙ্গে শহিদ স্মরণ অনুষ্ঠান করবেন বিরোধী দলনেতা। তৃণমূলের শহিদ তর্পণকে হাইজ্যাক করার মধ্যে দিয়ে শুভেন্দুর খবরে ভেসে থাকাকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, কেন্দ্রের বিরুদ্ধে ওঠা প্রশ্ন গুলোর উত্তর ওনার কাছে নেই। তাই এসব করা। শহিদ তর্পণের যদি কেউ পাল্টা কর্মসূচি দেখে তার মানে তারা শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version