Tuesday, August 26, 2025

স্বৈরাচার দিয়ে বাংলার চেতনাকে চূর্ণ করা যায় না, ২১ জুলাইয়ে সমাজমাধ্যমে পোস্ট অভিষেকের

Date:

একুশে জুলাই শহিদ দিবস (21st July Shahid Dibas) উপলক্ষে তৃণমূল কংগ্রেসের (TMC) বার্ষিক ‘শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল ধর্মতলায়। আদালতের নির্দেশ মেনে অফিস টাইমের আগেই ঘাসফুলের কর্মী সমর্থকেরা প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)কথা শুনতে পৌঁছে গেছেন মঞ্চের কাছে। বর্ণাঢ্য মিছিলে বারবার শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামে জয়ধ্বনি। এদিন সোশ্যাল মিডিয়ায় একুশে জুলাই দিনটির গুরুত্ব স্বরণ করিয়ে ‘জয় বাংলা’ স্লোগান পোস্ট তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

১৯৯৩ সালে আজকের দিনে যে নৃশংস ঘটনা ঘটেছিল এ রাজ্যের বুকে তা কোনদিনই ভোলার নয়। রবিবার ধর্মতলার মঞ্চে প্রস্তুতি দেখতে গিয়েও মুখ্যমন্ত্রী (CM) সেই রক্তাক্ত স্মৃতির কথা উল্লেখ করে জনগণের আবেগকে সম্মান জানিয়েছেন। রবিবার রাতে সর্বময় নেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর সোমবার সকালে সমাজমাধ্যমে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি লেখেন, ‘শহিদ দিবস মনে করায় বুলেট শরীরকে হত্যা করতে পারে কিন্তু বিশ্বাসকে নয়। স্বৈরাচার দিয়ে বাংলার চেতনাকে কখনই চূর্ণ করা যায় না। ক্ষমতার জন্য নয় বরং গণতন্ত্রের নীতির জন্য ১৯৯৩ সালে, ১৩ জন সাহসী মানুষ শহিদ হয়েছিলেন। তাঁদের সাহস এমন একটি আন্দোলনকে প্রজ্বলিত করেছিল যা আমাদের রাষ্ট্র ও জাতির ভাগ্য গঠন করেছিল।’ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও লেখেন, ‘আজ, আমাদের গণতন্ত্র এবং মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য আবার সেই অঙ্গীকার করছি। শপথ নিচ্ছি একতা দিয়ে ঘৃণা বিদ্বেষ মোকাবিলা করার। যাঁরা সংবিধান পরিবর্তন চেষ্টা করছে তাঁদের বিরুদ্ধে লক্ষে অবিচল থাকার। যাঁরা বাংলার আত্মবিশ্বাস এবং সংকল্প পরীক্ষা করার সাহস করে – তাঁরা জেনে রাখুন: স্মৃতি আমাদের বর্ম। প্রতিরোধ আমাদের উত্তরাধিকার। আমরা পিছু হটব না। আমরা আত্মসমর্পণ করব না।’ সবশেষে ‘জয় বাংলা’ স্লোগানও লিখেছেন অভিষেক।

শহিদ তর্পনের পাশাপাশি ছাব্বিশের নির্বাচনে দলীয় কর্মী সমর্থকদের কাছে রোড ম্যাপ পৌঁছে দিতে আর কিছুক্ষণের মধ্যেই একুশের সভামঞ্চে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...
Exit mobile version