Thursday, November 6, 2025

প্রমাণের অভাব: ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণের ১২ অভিযুক্তকে বেকসুর খালাস হাইকোর্টে

Date:

লোকাল ট্রেনে কৌটো বোমা বিস্ফেরণ। মৃত্যু ৮০০-র বেশি সাধারণ মানুষের। সেই ঘটনায় মূল অভিযুক্ত ১২ জনের বিরুদ্ধে কোনও প্রমাণই জোগাড় করতে পারল না মুম্বই পুলিশ (Mumbai Police)! ফলে নিম্ন আদালতে মৃত্যু দণ্ড (death sentence) পাওয়া সব অভিযুক্তসহ ১২ জনকেই বেকসুর খালাস (acquitted) করে দিল মুম্বই হাই কোর্ট। ২০১৫ সালে যে অভিযুক্তরা শাস্তির মুখে দাঁড়িয়েছিলেন, বিজেপি জমানায় সেই অভিযুক্তরাই বেকসুর খালাস। বিচার অধরা রয়ে গেল বাণিজ্য নগরীতে নাশকতায় মৃতদের পরিবারের জন্য।

অপরাধ দমনে প্রাথমিক যে কর্তব্য পুলিশের তাতেই ব্যর্থ তদন্তকারীরা। মুম্বইয়ের তথা দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নাশকতার ঘটনার মামলার পর্যবেক্ষণে ঠিক এভাবেই মুম্বইয়ের ট্রেনে বিস্ফোরণের ঘটনায় তদন্তকারী এটিএস-কে ভর্ৎসনা মুম্বই হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র তিন প্রত্যক্ষদর্শী, ঘটনাস্থল থেকে উদ্ধার ও স্বীকারোক্তির উপর নির্ভর করে তদন্ত করেছে। যার ফলে কোনও প্রমাণ দাখিল করতেই তারা ব্যর্থ। সেই সঙ্গে অনুমানের উপর ভিত্তি করে মিথ্যা তদন্তের সব প্রমাণ সংগ্রহের ভান করা হয়েছে। এই মামলায় সাধারণ নাগরিকদের আইন ও বিচারের উপর মানুষের নির্ভরতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করে আদালত।

২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যায় মুম্বইয়ের লোকাল ট্রেনে সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আনুমানিক ৮২৪ জন আহত হন। মুম্বইয়ের একাধিক থানায় মামলা দায়ের হয়। তদন্ত শুরু করে মুম্বই এটিএস। ১৩জনকে দোষী সাব্যস্ত করে তদন্ত চালানো হয়। ১৫ জনকে ফেরার দেখানো হয়। সোমবার সেই তদন্তের ব্যর্থতা প্রমাণিত।

এর আগে নিম্ন আদালত অভিযুক্ত একজনকে বেকসুর খালাস করে। ততদিনে তিনি ৯ বছর জেল খেটে ফেলেছেন। সাতজনকে যাবজ্জীবনের (life imprisonment) সাজা শোনানো হয়। বাকি পাঁচজনের ফাঁসির (death sentence) সাজা হয়। ১৯ বছর পরে সেই ১২ জনকেই বেকসুর খালাস করে হাই কোর্ট।

Related articles

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বাংলার খেলার মুকুটে জুড়ল নয়া পালক। রাজ্য সরকারের তহবিলে তৈরি যুবভারতী হকি স্টেডিয়ামের(VYBK Hockey Stadium) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী...

বঙ্গবিভূষণ আরতি-শত্রুঘ্ন: মঞ্চে আবেগাপ্লুত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী, মমতার ভূয়সী প্রশংসা অভিনেতা-সাংসদের

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনের মঞ্চে বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হল বিখ্যাত সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়...

ম্যাচ আয়োজনে চূড়ান্ত ব্যর্থতা, বোর্ডের কড়া চিঠি সিএবিকে

মাত্র কয়েক মাস আগেই ক্ষমতায় এসেছে সিএবির(CAB) নতুন কমিটি। সভাপতির নাম স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ম্যাচ আয়োজন করতে...

টি২০ বিশ্বকাপের জন্য মাঠ বেছে ফেলল বিসিসিআই, ফাইনাল পাবে ইডেন?

মহিলাদের একদিনের বিশ্বকাপ শেষ হতেই ভাবনা শুরু টি২০ বিশ্বকাপ নিয়ে। বছর ঘুরলেই টি২০ বিশ্বকাপ(T20 World Cup 2026 )যৌথভাবে...
Exit mobile version