চতুর্থ টেস্টে নামার আগে একের পর এক ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য আকাশদীপ (Akashdeep) ইতিমধ্যেই অনিশ্চিত। তাঁর জায়গায় যে বোলারকে ভাবা হচ্ছিল সেই অর্শদিপ সিং (Arshdeep Singh) ও এবার ছিটকে গেলেন চতুর্থ টেস্ট থেকে। বেকেনহ্যামে আঙুলে চোট পেয়েছিলেন অর্শদীপ সিং। অবশেষে সরকারীভাবেই তাঁর ছিটকে যাওয়ার কথা ঘোষণা করে দিল বিসিসিআই। শুধুমাত্র তিনই নন এবার ভারতীয় দল থেকে ছিটকে গেলেন নীতিশ রেড্ডিও (Nitish Reddy)।
ভারতীয় –এ দলে থাকা অনসুল কম্বোজকে (Ansul Kamboj) দলে নিল ভারতীয় দল। এই মুহূর্তে ইংল্যান্ডেই ছিলেন এই তরুন পেসার। ম্যাঞ্চেস্টার ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে তাঁর ওপরই ভরসা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বুমরাহ, মহম্মদ সিরাজের পাশে এই তরুণ পেসার চমক দেখাতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। তবে ভারতীয় শিবিরে যে বেশ চিন্তা মেঘ দেখা দিয়েছে তা বেশ স্পষ্ট।
অর্শদীপ সিং (Arshdeep Singh) ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে থাকলেও, দেশে ফিরে আসছেন নীতিশ কুমার রেড্ডি। অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন নীতিশ রেড্ডি (Nitish Reddy)। আর তাতেই এবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজি যাত্রা শেষ নীতিশের।
🚨 Squad Update: Nitish Kumar Reddy ruled out of the series. Arshdeep Singh ruled out of fourth Test 🚨
The Men’s Selection Committee has added Anshul Kamboj to the squad.
More details here – https://t.co/qx1cRCdGs0 #TeamIndia #ENGvIND
— BCCI (@BCCI) July 21, 2025
ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের যে দল গঠন করা নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়ছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ভারতের বোলিং লাইনআপ সাজানো নিয়েই চলছে জোর জল্পনা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–