একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী সমর্থকদের কাছে এক আবেগের দিন। একদিকে শহিদের রক্ত যেন ব্যর্থ না যায় সেই শপথ নেওয়া আর বাংলা বিরোধীদের গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়ার অঙ্গীকার বদ্ধ হওয়া। শহিদ দিবসের (Shahid Dibas) শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় কর্মী সমর্থকদের কাছে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। তবে তার আগে অন্যান্য বারের মতো এ বছরেও সাংস্কৃতিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘পরিবর্তন’ ব্যান্ডের গানে ফুটে ওঠে বাংলা ও বাঙালির আবেগের কথা। একের পর এক সংগীত পরিবেশনায় দেশপ্রেমের পাশাপাশি বাঙালি সংস্কৃতির জয়গানে মুখরিত হয় ভিক্টোরিয়া হাউস চত্ত্বর।

সোমের সমাবেশে প্রারম্ভিক পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। ‘পরিবর্তন’ ব্যান্ড জনগণের গর্জন গানটি গেয়ে শোনান এই মঞ্চে। এরপর গায়ক সৌমিত্র রায় (Soumitra Roy) একটি রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। ‘ভূমি’ (Bhoomi) ব্যান্ডের গায়ক সুরজিৎ শোনান ‘নাও ছাড়িয়া দে’ গানটি। মঞ্চ থেকে শুরু করে সামনে বসে থাকা দর্শকরা প্রত্যেকেই হাততালি দিয়ে উৎসাহিত করেন শিল্পীকে। এরপর সঙ্গীত পরিবেশন করেন শান্তনু রায়চৌধুরী। সুরেলা কন্ঠে তিনি শোনান ‘আলোকের এই ঝর্ণাধারায়’। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের উপস্থিতিতেই সংগীত পরিবেশন করেন শিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)।

রবি ঠাকুর থেকে লালনের গান, আধুনিক থেকে দলীয় থিম সং পরিবেশনার মধ্যে দিয়ে ২০২৫-এর শহিদ দিবসের অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব উপস্থাপিত হয় একুশের মঞ্চে।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–