Wednesday, August 20, 2025

বাংলা-বাঙালির জয়গানে জমজমাট একুশে জুলাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান

Date:

Share post:

একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী সমর্থকদের কাছে এক আবেগের দিন। একদিকে শহিদের রক্ত যেন ব্যর্থ না যায় সেই শপথ নেওয়া আর বাংলা বিরোধীদের গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়ার অঙ্গীকার বদ্ধ হওয়া। শহিদ দিবসের (Shahid Dibas) শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় কর্মী সমর্থকদের কাছে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। তবে তার আগে অন্যান্য বারের মতো এ বছরেও সাংস্কৃতিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘পরিবর্তন’ ব্যান্ডের গানে ফুটে ওঠে বাংলা ও বাঙালির আবেগের কথা। একের পর এক সংগীত পরিবেশনায় দেশপ্রেমের পাশাপাশি বাঙালি সংস্কৃতির জয়গানে মুখরিত হয় ভিক্টোরিয়া হাউস চত্ত্বর।

সোমের সমাবেশে প্রারম্ভিক পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। ‘পরিবর্তন’ ব্যান্ড জনগণের গর্জন গানটি গেয়ে শোনান এই মঞ্চে। এরপর গায়ক সৌমিত্র রায় (Soumitra Roy) একটি রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। ‘ভূমি’ (Bhoomi) ব্যান্ডের গায়ক সুরজিৎ শোনান ‘নাও ছাড়িয়া দে’ গানটি। মঞ্চ থেকে শুরু করে সামনে বসে থাকা দর্শকরা প্রত্যেকেই হাততালি দিয়ে উৎসাহিত করেন শিল্পীকে। এরপর সঙ্গীত পরিবেশন করেন শান্তনু রায়চৌধুরী। সুরেলা কন্ঠে তিনি শোনান ‘আলোকের এই ঝর্ণাধারায়’। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের উপস্থিতিতেই সংগীত পরিবেশন করেন শিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)।

রবি ঠাকুর থেকে লালনের গান, আধুনিক থেকে দলীয় থিম সং পরিবেশনার মধ্যে দিয়ে ২০২৫-এর শহিদ দিবসের অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব উপস্থাপিত হয় একুশের মঞ্চে।

 

spot_img

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...