চোখের জল নয়, আগুনে জবাব: ‘নতুন খেলা’র নির্দেশ মমতার

Date:

Share post:

বাংলার প্রতিটি প্রান্ত থেকে একদিন, কখনও দুদিন আগে থেকে কলকাতায় ধর্মতলার শহিদ স্মরণ মঞ্চের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রবল রোদ থেকে আঝোর বৃষ্টি উপেক্ষা করে তাঁরা শোনেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) কথা। অপেক্ষা করে থাকেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কথা শোনার। ধর্মতলা থেকে যত রাস্তা সবই একুশে জুলাই যত দূর চোখ যায় তত দূর মানুষের মাথায় ভরা থাকে। প্রবল বর্ষাও তাঁদের রাজপথ থেকে সরাতে পারে না এই দিনটিতে। গত কয়েক বছর ধরে এরকমই হয়ে এসেছে। তবে এবারের একুশে জুলাই (Ekushe July) বৃষ্টির ভ্রুকুটি কেটে গিয়ে উঠেছে রোদ। আর সেই রোদই আন্দোলনের নতুন ভাষা, বার্তা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।

একুশের শহিদ স্মরণে বর্ষাকে উপেক্ষা করেই পরবর্তী লড়াইয়ের বার্তা সংগ্রহ করেন জেলাস্তরের নেতারা। তাঁদের সম্মানে শীর্ষ নেতা নেতৃত্বও বৃষ্টিতেই মঞ্চে থাকেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ভিজে ভিজেই বার্তা দেন কর্মীদের উদ্দেশ্য়ে। অনেকেই সেই বৃষ্টিকে ইতিবাচক বলে মনে করতেন। গত কয়েক বছরের সেই রেকর্ড এবারের একুশ স্মরণে ভেঙে যাওয়ায় যারা আশঙ্কায় ছিলেন, তাঁদেরও একুশের রোদ থেকে বার্তা দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বাংলাকে বদলাতে গেলে দিল্লিতে বদল হবে: বিজেপিকে হুঁশিয়ারি মমতার

সোমবার একুশে জুলাই সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। কখনও উঠেছে রোদ। তা দেখে নতুন লড়াইয়ের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এই কদিন কত দুর্যোগ। এটা নতুন খেলা শুরু হয়েছে। সূর্যদেব (Sun) বলছে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে। আর সেই আগুনে যারা কুৎসা করছে চক্রান্তকারী, কুৎসাকারী তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে।

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...