চোখের জল নয়, আগুনে জবাব: ‘নতুন খেলা’র নির্দেশ মমতার

Date:

Share post:

বাংলার প্রতিটি প্রান্ত থেকে একদিন, কখনও দুদিন আগে থেকে কলকাতায় ধর্মতলার শহিদ স্মরণ মঞ্চের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রবল রোদ থেকে আঝোর বৃষ্টি উপেক্ষা করে তাঁরা শোনেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) কথা। অপেক্ষা করে থাকেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কথা শোনার। ধর্মতলা থেকে যত রাস্তা সবই একুশে জুলাই যত দূর চোখ যায় তত দূর মানুষের মাথায় ভরা থাকে। প্রবল বর্ষাও তাঁদের রাজপথ থেকে সরাতে পারে না এই দিনটিতে। গত কয়েক বছর ধরে এরকমই হয়ে এসেছে। তবে এবারের একুশে জুলাই (Ekushe July) বৃষ্টির ভ্রুকুটি কেটে গিয়ে উঠেছে রোদ। আর সেই রোদই আন্দোলনের নতুন ভাষা, বার্তা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।

একুশের শহিদ স্মরণে বর্ষাকে উপেক্ষা করেই পরবর্তী লড়াইয়ের বার্তা সংগ্রহ করেন জেলাস্তরের নেতারা। তাঁদের সম্মানে শীর্ষ নেতা নেতৃত্বও বৃষ্টিতেই মঞ্চে থাকেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ভিজে ভিজেই বার্তা দেন কর্মীদের উদ্দেশ্য়ে। অনেকেই সেই বৃষ্টিকে ইতিবাচক বলে মনে করতেন। গত কয়েক বছরের সেই রেকর্ড এবারের একুশ স্মরণে ভেঙে যাওয়ায় যারা আশঙ্কায় ছিলেন, তাঁদেরও একুশের রোদ থেকে বার্তা দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বাংলাকে বদলাতে গেলে দিল্লিতে বদল হবে: বিজেপিকে হুঁশিয়ারি মমতার

সোমবার একুশে জুলাই সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। কখনও উঠেছে রোদ। তা দেখে নতুন লড়াইয়ের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এই কদিন কত দুর্যোগ। এটা নতুন খেলা শুরু হয়েছে। সূর্যদেব (Sun) বলছে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে। আর সেই আগুনে যারা কুৎসা করছে চক্রান্তকারী, কুৎসাকারী তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে।

spot_img

Related articles

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কত ধরনের বিচিত্র গাছ: খুঁজতে সুভাষ সরোবরে বৃক্ষসুমারি

রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar) পর এবার সুভাষ সরোবরে (Subhash Sarobar) শুরু হচ্ছে বৃক্ষসুমারি। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)...

বিজেপির ত্রিপুরায় ‘বহিরাগত’ই বিধায়ক: অনুপ্রবেশ-আন্দোলনের নেতাই বাংলাদেশি!

বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে বিজেপির মদতে একাধিক বিজেপি রাজ্যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সম্প্রতি এই ধরনের আন্দোলনে...

কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে গ্রামে পৌঁছল তৃণমূল নেতৃত্ব

রাজ্যে হোক বা রাজ্যের বাইরে। বাংলার মানুষের পাশে প্রতিনিয়ত রয়েছে বাংলার প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেস। কেরলেয় নিহত...