Thursday, August 21, 2025

বাংলার প্রতিটি প্রান্ত থেকে একদিন, কখনও দুদিন আগে থেকে কলকাতায় ধর্মতলার শহিদ স্মরণ মঞ্চের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রবল রোদ থেকে আঝোর বৃষ্টি উপেক্ষা করে তাঁরা শোনেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) কথা। অপেক্ষা করে থাকেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কথা শোনার। ধর্মতলা থেকে যত রাস্তা সবই একুশে জুলাই যত দূর চোখ যায় তত দূর মানুষের মাথায় ভরা থাকে। প্রবল বর্ষাও তাঁদের রাজপথ থেকে সরাতে পারে না এই দিনটিতে। গত কয়েক বছর ধরে এরকমই হয়ে এসেছে। তবে এবারের একুশে জুলাই (Ekushe July) বৃষ্টির ভ্রুকুটি কেটে গিয়ে উঠেছে রোদ। আর সেই রোদই আন্দোলনের নতুন ভাষা, বার্তা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।

একুশের শহিদ স্মরণে বর্ষাকে উপেক্ষা করেই পরবর্তী লড়াইয়ের বার্তা সংগ্রহ করেন জেলাস্তরের নেতারা। তাঁদের সম্মানে শীর্ষ নেতা নেতৃত্বও বৃষ্টিতেই মঞ্চে থাকেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ভিজে ভিজেই বার্তা দেন কর্মীদের উদ্দেশ্য়ে। অনেকেই সেই বৃষ্টিকে ইতিবাচক বলে মনে করতেন। গত কয়েক বছরের সেই রেকর্ড এবারের একুশ স্মরণে ভেঙে যাওয়ায় যারা আশঙ্কায় ছিলেন, তাঁদেরও একুশের রোদ থেকে বার্তা দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বাংলাকে বদলাতে গেলে দিল্লিতে বদল হবে: বিজেপিকে হুঁশিয়ারি মমতার

সোমবার একুশে জুলাই সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। কখনও উঠেছে রোদ। তা দেখে নতুন লড়াইয়ের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এই কদিন কত দুর্যোগ। এটা নতুন খেলা শুরু হয়েছে। সূর্যদেব (Sun) বলছে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে। আর সেই আগুনে যারা কুৎসা করছে চক্রান্তকারী, কুৎসাকারী তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version