Monday, November 3, 2025

একুশে জুলাইয়ের মঞ্চ তৃণমূলের দিল্লিতে পালা বদলের ডাক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনের ডেইলি প্যাসেঞ্জারি করতে গিয়ে দুর্গাপুরের সভা থেকে বাংলায় পরিবর্তনের কথা বলেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলায় পরিবর্তন করতে গেলে দিল্লিতেই পরিবর্তন হয়ে যাবে, বার্তা দিলেন তৃণমূল নেত্রী। শুধুমাত্র সেই ডাক নয়, কীভাবে সেই আন্দোলন তারও রূপরেখা একুশের মঞ্চ থেকে রচনা করে দিলেন বাংলার নেত্রী।

বারবার আন্দোলনের শপথ একুশের জুলাইয়ের (Ekushe July) শহিদ স্মরণ মঞ্চ থেকে রচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ১৯৯৩ সালের আন্দোলনকে মনে করিয়ে ২০২৫-এর মঞ্চে মমতার ডাক, একুশে জুলাই নো আইডি কার্ড নো ভোট – এই আন্দোলন যদি না হত আজকে আপনারা ভোটার আইডি কার্ড আপনারা পেতেন না। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল। ১৩ টি অমূল্য প্রাণ তাঁদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে দিয়ে গিয়েছিল। আজকের যারা ছাত্র যৌবন তার জেনে রাখুন অনেক সংগ্রাম পেরিয়ে অনেক অত্যাচার সহ্য করে আজ এই জায়গায় এসে পৌঁছেছি। এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে (Delhi) পরিবর্তন করে বিজেপিকে রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব।

যতবার বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে বাংলা বিরোধী বার্তা দিয়েছেন ততবার বাংলার মানুষ তাঁদের বিসর্জন দিয়েছে। সেই ইতিহাস মনে করিয়ে মমতার বার্তা, আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। আর এবার নোটিফিকেশন পাঠিয়েছে। একমাসের জন্য যাকেই সন্দেহ হবে তাকেই জেলে রাখা হবে। আজ এক হাজারের উপর লোক কাউকে বাংলাদেশে নিয়ে গিয়েছে। কাউকে রাজস্থান, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে এমনকি ওড়িশায় জেলে নিয়ে গিয়েছে। জুলাই মাসে দিয়েছে বেআইনি বাংলাদেশি নাগরিকদের, রোহিঙ্গাদের ডিপোর্টেশনের কাজ শুরু করতে হবে। আমাদের বলছে সেন্ট্রাল ফোর্স থেকে নোডাল অফিসার তৈরি করতে, যারা ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে। বাংলার পরিচয় থেকে বাদ দেবে।

আরও একবার বাংলার অসম্মানের তথ্য তুলে বিজেপিকে মমতার হুংকার, বাংলাভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস। কে কী খাবে সব ওরা ঠিক করে দিচ্ছে। বাংলা এটা মানবে না। সব মানুষের অধিকার বাংলায় রক্ষিত হবে। আপনার যে আইন তা আমরা বদলে দেব। বাংলাভাষায় কথা বলার জন্য লোকেদের ডিটেনশন ক্যাম্পের পাঠিয়েছে, আমাদের কাছে পুরো তথ্য আছে। আমরা সব ভাষাকে সম্মান করি। কিন্তু আপনি বাংলা ভাষার উপর সন্ত্রাস কেন চালাচ্ছেন। বাংলা স্বাধীনতা সংগ্রাম করেছিল, বাংলা নবজাগরণ ঘটিয়েছিল। বাংলা যা পারে আর কেউ তা পারে না। তাই মনে রাখবেন বাংলার মাটি দুর্জয় ঘাঁটি।

আরও পড়ুন: বাংলা ভাষার উপর আক্রমণ: ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার, সংসদে বাংলায় ভাষণ দেবেন অভিষেকরা

২০২৫-এর একুশের মঞ্চ থেকে সেই দুর্বৃত্ত বিজেপিকে দিল্লি থেকে উৎখাত করার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, বিজেপির দিল্লির রাজকে ভাঙো। যারা বাংলাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে তাদের আমরা সম্মান দিই না, অসম্মানও করি না। কিন্তু মনে রাখবেন বাংলাভাষার উপর যে সন্ত্রাস, বাঙলার লোকেদের যদি গ্রেফতার করা হয় বাংলা বলার জন্য তাহলে জেনে রাখুন এই লড়াই দিল্লি (Delhi) পর্যন্ত যাবে।

যে ষড়যন্ত্র প্রতিটি বিরোধী দলের বিরুদ্ধে বারবার করে এসেছে বিজেপির কেন্দ্রীয় নেতারা, সেই ষড়যন্ত্র বাংলায় এসেই থেমে গিয়েছে বারবার। তাই নরেন্দ্র মোদির পরিবর্তনের পাল্টা মমতার হুংকার, ২০২৬-এ জেতার পর আমাদের লক্ষ্য হবে দিল্লির লড়াই। বিজেপিকে হঠাতে হবে। চক্রান্তকে রুখতে হবে। আমাদের আটকে রাখা যায় না। আমরা ভয় পাই না। বিজেপি যতই ষড়যন্ত্র করো তোমরা নিজে বদলে যাবে আমাদের বদলানো যাবে না।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version