Monday, November 3, 2025

মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৩ কোটির জালিয়াতি! গ্রেফতার মুখোপাধ্যায় দম্পতি

Date:

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে(Texas) ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতির বিরুদ্ধে প্রায় ৪ মিলিয়ন ডলার (আনুমানিক প্রায় ৩৩ কোটি টাকা) প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, সিদ্ধার্থ ওরফে ‘স্যামি’ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী সুনীতা মুখোপাধ্যায় ভুয়ো রিয়েল এস্টেট বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে শতাধিক মানুষকে প্রতারণা করেছেন।

জানা গিয়েছে, টেক্সাসের প্লানো শহরে বাসিন্দা এই ভারতীয়-আমেরিকান(Indo-American) দম্পতি সেখানকার ভারতীয় সমাজে একসময় পরিচিত মুখ ছিলেন। রীতিমত বলিউডি স্ট্যাইলে গ্ল্যামারাস জীবনযাপন করতেন ওই দম্পতি। অভিযোগ, সেই চকচকে মুখোশের আড়ালেই চলছিল বড়সড় আর্থিক জালিয়াতির খেলা। বর্তমানে ওই দম্পতিকে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) ফেসিলিটিতে আটক করে রাখা হয়েছে।

তদন্তকারীদের মতে, মুখোপাধ্যায় দম্পতি ভুয়ো রিয়েল এস্টেট প্রকল্পে উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করতেন। বিনিয়োগকারীদের ডালাস হাউজিং অথরিটির ভুয়ো চুক্তি ও চালান দেখিয়ে বিশ্বাস করানো হতো যে সেই প্রকল্পগুলি আসল। প্রথম দিকে লভ্যাংশের কিছু চেক দিলেও, পরে সেগুলি বাউন্স হতে শুরু করে। ওই দম্পতির বিরুদ্ধে ২০২৪ সালে এক দম্পতি প্রথম অভিযোগ করেন যে তাঁরা ৩ লাখ ২৫ হাজার ডলার হারিয়েছেন। এরপর ইউলেস পুলিশ তদন্ত শুরু করে এবং পরে এফবিআই তদন্তে যুক্ত হয়। গোয়েন্দা ব্রায়ান ব্রেনান জানান, তাঁর ২৩ বছরের কর্মজীবনে এমন ধুরন্ধর প্রতারক তিনি আর দেখেননি। এখনও পর্যন্ত সরকারিভাবে ২০ জন ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুখোপাধ্যায় দম্পতির বিরুদ্ধে প্রথম ডিগ্রির চুরির মামলা চলছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন : ট্রাম্পের শেয়ার করা ওবামার ‘গ্রেফতারের’ ভুয়ো ভিডিও ঘিরে বিতর্ক, উঠল AI অপব্যবহারের প্রশ্ন

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version