Saturday, August 23, 2025

শাহিদ আফ্রিদির (Shahid Afridi) সঙ্গে অজয় দেবগনের (Ajay Devgan) ছবি ভাইরাল। সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। অবশেষে জানা গেল আসল সত্যি। ২০২৪ সালে শাহিদ আফ্রিদির সঙ্গে মাঠে দাঁড়িয়ে কথা বলেছিলেন অজয় দেবগন। আর সেই ছবিই হঠাৎ করে ছড়িয়ে পড়ায় যত বিপত্তি। পরে অবশ্য বোঝা গিয়েছে যে এই ছবি এখনকার নয়, এক বছর আগেকার। যদিও সমালোচনা এখনই খুব একটা কমার পথে নয়।

গত রবিবারই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ড প্রতিযোগিতায় বাতিল হয়ে গিয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। পহেলগাম ঘটনার প্রতিবাদে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটাররা নাম তুলে নিয়েছিলেন সেই ম্যাচ থেকে। হরভজন সিং থেকে সুরেশ রায়ানারা কেউই খেলতে চায়নি সেই ম্যাচ। এরপরই বাতিল করে দেওয়া হয়েছিল ভারত বনাম পাকিস্তান লেজেন্ডদের সেই ম্যাচ।

এরপরই হঠাৎ করে শাহিদ আফ্রিদির সঙ্গে অজয় দেবগনের (Ajay Devgan) মাঠে দাঁড়িয়ে কথা বলার নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আর সেই ছবি ভাইরাল হতেও খুব একটা সময় নেয়নি। বিশেষত যে আফ্রিদি পহেলগাম ঘটনা হওয়ার পর ভারতীয় সেনাদের নিয়ে নানান কটুক্তি করেছিলেন তাঁর সঙ্গে কেমনভাবে অজয় দেবগন কথা বলতে পারেন তা নিয়েই সরব হয়েছিলেন সকলে। এই প্রতিযোগিতার আবার কো ওনারও অজয় দেবগন। এরপরই অবশ্য সামনে এসেছে আসল ঘটনা।

অজয় দেবগন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডের যুগ্ম কর্ণধার হলেও, এই ছবি আসলে গত বছরের, অর্থাৎ ২০২৪ সালের। এই বছর শাহিদ আফ্রিদির সঙ্গে কোনওরকম ভাবেই দেখা হয়নি অজয় দেবগনের। এই সত্যি সামনে এলেও, সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু চলছে জোর জল্পনা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version