ম্যাঞ্চেস্টারে (Manchester) নামার আগে রেড ডেভিলসদের (Red Devils) ডেরায় ভারতীয় দলের ক্রিকেটাররা। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নামবে টিম ইন্ডিয়া (Team India)। সেখানেই নামার আগে ম্যান ইউ (Manchester United) ফুটবলারদের সঙ্গে খোশ মেজাজে ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানেই বেশ খোশ মেজাজে আড্ডা দিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), ঋষভ পন্থরা (Rishabh Pant)। দুি দলের খেলোয়াড়দের মধ্যে হল জার্সি বদলও। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে।
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে এই প্রজন্মের ফুটবলারদের বন্ধুত্ব কিন্তু বেশ নিবিড়। সেই ছবি আমরা বারবার দেখেছি। বিরাট কোহলির সঙ্গে হামেশাই ইংল্যান্ডে দেখা গিয়েছে হ্যারি কেনকে। বিরাটহীন এই ভারতীয় দলও কিন্তু আলাদা নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নামছে ভারত। তার আগে রেড ডেভিলসদের সঙ্গেই দীর্ঘ সময় কাটালেন ভারতীয় দলের ক্রিকেটাররা।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) ড্রেসিংরুমে ভারতীয় দলের তারকাদের জার্সি সাজানো ছিল। না ক্রিকেট নয়. একেবারে রেড ডেভিলসদের জার্সিতে ছিল বুমরাহ, ঋষভ পন্থদের নাম ছাপানো। গৌতম গম্ভীর (Gautam Gambhir) থেকে শুভমন গিলরা (Shubman Gill) সেই জার্সিই পরলেন। আবার ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে তুললেন হ্যারি ম্যাকগুয়ের, ইওরো, ক্যাসেমিরোরা। এমন ফুটবলারদের থেকেই যেন পরবর্তীর অনুপ্রেরণা পাচ্ছেন শুভমন গিলরা।
শুভমন গিল বলছিলেন, “বিশ্বের অন্যতম সেরা অ্যাথলিটদের সঙ্গে কথা বলা, তাদের গল্প শোনাটা সবসময়ই অনুপ্রেরণা যোগায়। আমাদের খেলার ফর্ম্যাট দুটো আলাদা হতে পারে। কিন্তু খেলার সময়ের মানসিক পরিস্থিতি যে সকলেরই একরকম থাকে, তা বলার অপেক্ষা রাখে না”।
ম্যান ইউ (Manchester United) ফুটবলারদের সঙ্গে ফুটবলও খেললেন ভারতীয় দলের ক্রিকেটাররা। না সেটা ফুটবল দিয়ে নয়, টেনিস বলেই রেড ডেভিলস ফুটবলারদের সঙ্গে খোশ মেজাজে ফুটবল খেলছিলেন তারা। এবার ম্যাঞ্চেস্টারের বাইশগজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–