Friday, August 22, 2025

প্রমাণের অভাব: ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণের ১২ অভিযুক্তকে বেকসুর খালাস হাইকোর্টে

Date:

লোকাল ট্রেনে কৌটো বোমা বিস্ফেরণ। মৃত্যু ৮০০-র বেশি সাধারণ মানুষের। সেই ঘটনায় মূল অভিযুক্ত ১২ জনের বিরুদ্ধে কোনও প্রমাণই জোগাড় করতে পারল না মুম্বই পুলিশ (Mumbai Police)! ফলে নিম্ন আদালতে মৃত্যু দণ্ড (death sentence) পাওয়া সব অভিযুক্তসহ ১২ জনকেই বেকসুর খালাস (acquitted) করে দিল মুম্বই হাই কোর্ট। ২০১৫ সালে যে অভিযুক্তরা শাস্তির মুখে দাঁড়িয়েছিলেন, বিজেপি জমানায় সেই অভিযুক্তরাই বেকসুর খালাস। বিচার অধরা রয়ে গেল বাণিজ্য নগরীতে নাশকতায় মৃতদের পরিবারের জন্য।

অপরাধ দমনে প্রাথমিক যে কর্তব্য পুলিশের তাতেই ব্যর্থ তদন্তকারীরা। মুম্বইয়ের তথা দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নাশকতার ঘটনার মামলার পর্যবেক্ষণে ঠিক এভাবেই মুম্বইয়ের ট্রেনে বিস্ফোরণের ঘটনায় তদন্তকারী এটিএস-কে ভর্ৎসনা মুম্বই হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র তিন প্রত্যক্ষদর্শী, ঘটনাস্থল থেকে উদ্ধার ও স্বীকারোক্তির উপর নির্ভর করে তদন্ত করেছে। যার ফলে কোনও প্রমাণ দাখিল করতেই তারা ব্যর্থ। সেই সঙ্গে অনুমানের উপর ভিত্তি করে মিথ্যা তদন্তের সব প্রমাণ সংগ্রহের ভান করা হয়েছে। এই মামলায় সাধারণ নাগরিকদের আইন ও বিচারের উপর মানুষের নির্ভরতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করে আদালত।

২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যায় মুম্বইয়ের লোকাল ট্রেনে সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আনুমানিক ৮২৪ জন আহত হন। মুম্বইয়ের একাধিক থানায় মামলা দায়ের হয়। তদন্ত শুরু করে মুম্বই এটিএস। ১৩জনকে দোষী সাব্যস্ত করে তদন্ত চালানো হয়। ১৫ জনকে ফেরার দেখানো হয়। সোমবার সেই তদন্তের ব্যর্থতা প্রমাণিত।

এর আগে নিম্ন আদালত অভিযুক্ত একজনকে বেকসুর খালাস করে। ততদিনে তিনি ৯ বছর জেল খেটে ফেলেছেন। সাতজনকে যাবজ্জীবনের (life imprisonment) সাজা শোনানো হয়। বাকি পাঁচজনের ফাঁসির (death sentence) সাজা হয়। ১৯ বছর পরে সেই ১২ জনকেই বেকসুর খালাস করে হাই কোর্ট।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version