Wednesday, August 20, 2025

সোমবার থেকেই শুরু হচ্ছে ডার্বির দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি

Date:

সোমবার থেকেই ঘরোয়া লিগের ডার্বির (CFL Derby) দ্বিতীয় পর্বের টিকিট দেওয়া শুরু। ১৯ এর বদলে পিছিয়ে ২৬ জুলাই হয়ে গিয়েছে সিএফএল (CFL) প্রিমিয়ার লিগের কলকাতা ডার্বি (CFL Derby)। কয়েকদিন আগে তারই প্রথম পর্বের টিকিট ছাড়া হয়েছিল। কিন্তু কয়েদিনের মধ্যেই সেই টিকিট শেষ হয়ে গিয়েছে। সোমবার থেকে এবার দ্বিতীয় পর্বের টিকিট ছাড়ল আইএফএ (IFA)। অ্যাপ থেকেই সরাসরি এবং অন্যদের জন্য টিকিট কেটে তা ট্রান্সফার করারও ব্যবস্থা রয়েছে। মোহনবাগান (MBSG) বনাম ইস্টবেঙ্গল (Eastbengal) ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে।

কল্যাণী স্টেডিয়ামে (Kalyani Stadium) সব মিলিয়ে ১০ হাজার দর্শকাসন রয়েছে। তবে সেই টিকিট যে কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে সেই ব্যপারে বেশ আশাবাদী আইএফএ কর্তারা। আইএফএ সচিব অনির্বাণ দত্তও (Anirban Dutta) আশাবাদী টিকিট বিক্রি হওয়া নিয়ে।

তিনি জানিয়েছেন, “আমরা প্রথম পর্বের যে টিকিট ছেড়ে ছিলাম তা সব শেষ হয়ে গিয়েছে। এবার আমরা সোমবার থেকে দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি করা শুরু করছি। আমরা আশাবাদী যে এই টিকিটও শীঘ্রই বিক্রি হয়ে যাবে। ডার্বির কোনও টিকিটই থাকবে না”।

যে অ্যাপে প্রথম পর্বের টিকিট ছাড়া হয়েছিল, দ্বিতীয় পর্বেও সেই একই পদ্ধতিতে টিকিট পাওয়া যাবে। ২৬ জুলাই সকাল এগারোটার মধ্যে টিকিট ট্রান্সফারের প্রক্রিয়া শেষ করতে হবে। কলকাতা লিগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলেরই রিজার্ভ দল খেলবে। যদিও সেই ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ডার্বির প্রস্তুতিও দুই শিবিরে চলছে জোরকদমে।

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version