তৃণমূলের মেগা সমাবেশ থেকে কোনও না কোনও স্লোগান বেঁধে দেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারও তার ব্যতিক্রম হল না। সোমবার, ধর্মতলায় শহিদ শ্রদ্ধাঞ্জলির মঞ্চ থেকে দলনেত্রীর স্লোগান (Slogan)- “জব্দ হবে, স্তব্ধ হবে“।
২০১১-র আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়ই স্লোগান (Slogan) তোলেন ‘বদলা নয়, বদল চাই’। ক্ষমতায় আসার পরে , সেই কথা অক্ষরে অক্ষরে মেনে চলে তৃণমূল। সেই কথা উল্লেখ করে এদিন একুশের মঞ্চ থেকে তিনি বলেন, “এখান থেকেই বলেছিলাম বদলা নয়, বদল চাই। এ বার বলছি, ‘জব্দ হবে, স্তব্ধ হবে।’ একই সঙ্গে মমতা জানান, “তৃণমূলের দর্শন, বিজেপি-বাম বিসর্জন। বাকিটা নির্বাচনের সময় বুঝিয়ে বলব।”
আরও খবর: বাংলা ভাষার উপর আক্রমণ: ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার, সংসদে বাংলায় ভাষণ দেবেন অভিষেকরা
–
–
–
–
–
–
–
–
–
–
–