Thursday, December 4, 2025

অ্যাক্রোপলিস মলে দিনভর টেবিল টেনিস প্রতিযোগিতা, ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাসে সাড়া

Date:

Share post:

শহরের অন্যতম জনপ্রিয় শপিং ও বিনোদন গন্তব্য অ্যাক্রোপলিস মল আজ এক দিনব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করল। ফরাসি ক্রীড়াসামগ্রী নির্মাতা সংস্থা ডেকাথলনের সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেন পেশাদার ও অপেশাদার—দুই ধরনের খেলোয়াড়ই। প্রতিযোগিতাটি ছিল রোমাঞ্চকর ও প্রাণবন্ত, যা অংশগ্রহণকারীদের জন্য উপভোগ্য হয়ে ওঠে।

ডেকাথলন এই প্রতিযোগিতার প্রচার ও উৎসাহব্যঞ্জক ভূমিকা নেয় তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। প্রতিযোগিতার ফাইনালে প্রাতিচি ব্যানার্জিকে পরাজিত করে শ্রীতনু মাজি বিজয়ী হন। সেমিফাইনালে তিনি সার্থক অরোরা ও শুভ্রজ্যোতি শীলকে হারিয়ে ফাইনালে পৌঁছন।

এই প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (ITTF)-এর অনুমোদিত লেভেল ২ কোচ ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত কোচ পরাগ প্রকাশ আঙ্কোলেকর। সহ-আয়োজক ও প্রধান রেফারি হিসেবে ছিলেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন ও SGFI সোনাজয়ী দীপ্তাংশু দত্ত।

পুরুষ ও মহিলাদের একক বিভাগ ছাড়াও আয়োজিত হয় মিক্সড ওপেন বিভাগ। বিজয়ী, রানার-আপ, সেমিফাইনালিস্ট ও কোয়ার্টার-ফাইনালিস্ট মিলিয়ে মোট আটজন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।

মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার (রিটেল ও হসপিটালিটি) শুভদীপ বসু বলেন, অ্যাক্রোপলিস মল বিগত কয়েক বছর ধরে ইনডোর ক্রীড়া যেমন দাবা ও কেরামের টুর্নামেন্ট আয়োজন করে চলেছে। ক্রীড়া মানসিক ও শারীরিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই যুবসমাজকে ফিটনেসে আগ্রহী করে তোলার উদ্দেশ্যেই এই টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন। তিনি আরও জানান, ডেকাথলন, যাদের একটি পূর্ণাঙ্গ আউটলেট অ্যাক্রোপলিস মলে রয়েছে, এই প্রতিযোগিতায় সহ-আয়োজকের ভূমিকায় ছিল এবং ক্রীড়ামোদীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। আগামী দিনে অ্যাক্রোপলিস মল আরও টেবিল টেনিস, দাবা ও কেরাম প্রতিযোগিতা আয়োজন করবে। এই মলকে সম্পূর্ণ পারিবারিক কেনাকাটা ও বিনোদনের কেন্দ্র হিসেবেই গড়ে তোলাই তাদের লক্ষ্য।

আরও পড়ুন – উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনকড়ের! কেন এই সিদ্ধান্ত?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল, বাংলার বকেয়ার দাবিতে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

বছরের পর বছর বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয়...

বিজেপি উস্কানিতে বাংলায় ধর্মীয় বিভাজনের রাজনীতি, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল

বাংলার বুকে বাবরি মসজিদের নামে ধর্মীয় সুড়সুড়ানি কেন? মন্দির-মসজিদ বা যেকোনও ধর্মস্থান হতেই পারে, তা বলে বিতর্কিত বাবরি...

অপারেশনাল সমস্যায় জর্জরিত ইন্ডিগো, সমন পাঠালো DGCA 

দেশজুড়ে ব্যাহত ইন্ডিগো বিমান (Indigo Airlines) পরিষেবা, ভোগান্তি বাড়ছে যাত্রীদের। মঙ্গল এবং বুধের পর বৃহস্পতিতেও ছবিটা বদলালো না।...

গোপন ট্রেন, প্যালেস, ৭০০ গাড়ি: গুপ্তচর থেকে প্রেসিডেন্ট পুতিন, সম্পত্তির পরিমাণ কত?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। তাঁর রহস্যময় ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার...