Wednesday, July 23, 2025

হংকং–দিল্লি এয়ার ইন্ডিয়া বিমানে ফের অগ্নিকাণ্ড, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

আহমেদাবাদের (Ahmedabad) পর ফের এয়ার ইন্ডিয়া (Air India) বিমানে ফের অগ্নিকাণ্ড! ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি বিমান অবতরণের পর মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার এআই ৩১৫ বিমানটি হংকং (Hong Kong) থেকে দিল্লির (Delhi) উদ্দেশে রওনা দিয়েছিল বিকেলে যখন যাত্রীদের নামানো হচ্ছিল, ঠিক তখনই বিমানটির পেছনের দিকে থাকা অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (APU) ধোঁয়া দেখা যায়। যদিও দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সমস্ত যাত্রী ও ক্রু সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা।

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, “২২ জুলাই ২০২৫ তারিখে হংকং থেকে দিল্লিগামী ফ্লাইট এআই ৩১৫, অবতরণ এবং গেটে পার্ক করার কিছুক্ষণ পরেই একটি সহায়ক পাওয়ার ইউনিট (APU) আগুনের সম্মুখীন হয়। যাত্রীরা যখন নামতে শুরু করেছিলেন তখনই এই ঘটনা ঘটে এবং সিস্টেম ডিজাইন অনুসারে এপিইউ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্লাইটের সমস্ত যাত্রী নিরাপদে আছেন। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়তবে বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফনিরাপত্তা আধিকারিকদের দ্রুত হস্তক্ষেপে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছেপ্রসঙ্গত, যেখানে কিছুদিন আগেই উড়ান চলাকালীন বিমান ভেঙে পড়ে ২৬০ জন যাত্রীর মৃত্যু হয়েছেএয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে বারংবার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে বলে DGCA-এর তরফে জানানো হয়েছেসংস্থাকে ইতিমধ্যেই একাধিকবার সতর্ক করা হয়েছেদিল্লির এই ঘটনার পর DGCA ফের তদন্তের নির্দেশ দিয়েছেআরও পড়ুন: কেন এই পথে বিমান প্রশিক্ষণ! বিক্ষোভে উত্তাল ঢাকায় মৃত পেরোলো ৩০

spot_img

Related articles

NRS-এর হস্টেলে DJ বাজিয়ে পার্টি! JDF-এর বিরুদ্ধে অভিযোগ JDA-এর

হাসপাতাল চত্বর। আর সেখানেই জুনিয়র চিকিৎসকদের হস্টেলে তীব্র আওয়াজে DJ বাজিয়ে চলছে পার্টি। আর সেই পার্টিতে যাঁরা ছিলেন,...

ধুঁকছে স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট! মোদি সরকারের ‘বঙ্গ-বিরোধী’ নীতির অভিযোগে উত্তাল অধ্যাপক ও ছাত্রমহল 

শুধু বাংলা তথা বঙ্গবাসীর প্রতি নয়, মোদি সরকারের বিমাতৃসুলভ আচরণের শিকার হচ্ছেন এ রাজ্যে থাকা বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাও—এমনই...

ইংল্যান্ডের মাটিতে গাভাসকরের রেকর্ড ছুঁলেন কেএল রাহুল

ইংল্যান্ডের মাটিতে সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) রেকর্ড ছুঁলেন কেএল রাহুল (KL Rahul)। দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসাবে ইংল্যান্ডে মাটিতে...

নবজাতকের মৃত্যুর মামলায় তদন্ত বন্ধের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট

নবজাতকের মৃত্যুর মামলায় মেদিনীপুর (Medinipur) মাতৃমা হাসপাতালের এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের তদন্ত বন্ধের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা...